মনসুর আহমদ খান সম্পাদিত মুক্তিযুদ্ধে রাজশাহী বইটি রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত এক প্রামাণ্য দলিল। এ বইয়ে রাজশাহী এবং রাজশাহীর আশপাশের নওগাঁ, নবাবগঞ্জ, নাটোরসহ বিভিন্ন অঞ্চলের মুক্তিযুদ্ধের একটি বিশদ বিবরণ পাওয়া যায়। মনসুর আহমদ খানের লেখায় রাজশাহীতে যাঁরা শহীদ হয়েছেন, বিভিন্ন যুদ্ধের বিবরণ ও ঘটনাপঞ্জির আলোকে মুক্তিযুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে। শান্তি কমিটির নির্মমতার বিবরণ এবং কেন্দ্রীয় শান্তি কমিটির চেয়ারম্যানকে পাঠানো আইনউদ্দিনের একটি চিঠিও সংকলিত হয়েছে। মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের এলাকায় মুক্তিকামী জনতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হল ছিল মুক্তিযুদ্ধকালীন পাকসেনাদের ক্যান্টনমেন্ট। এ হলকে কেন্দ্র করে রাজশাহী ও আশপাশের এলাকায় পাকবাহিনী চালায় নির্মম হত্যাযজ্ঞ। যার নিদর্শন পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালায়। মুক্তিযুদ্ধে রাজশাহী গ্রন্থে লেখক রাজশাহী অঞ্চলের মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনার মাধ্যমে গ্রন্থকে অনন্য করে তুলেছেন। বইটি সাধারণ পাঠক ও ইতিহাস অনুসন্ধিৎসু গবেষকের বিশেষ উপকারে এলে লেখকের সকল শ্রম সার্থক হবে বলা যায়।