বাংলা থিয়েটারে মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য প্রবাদ পুরুষ, একটি মহীরূহ। তিনি অভিনেতা, নাট্যকার, সংগঠক এবং রাজনীতিক। তিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী কর্মী। কিন্তু বাংলা থিয়েটারে এই গুণসম্পন্ন মানুষটির অবস্থান কোথায়? তাঁর রাজনৈতিক জীবনই বা কেমন ছিলো? বর্তমান প্রজন্মের অধিকাংশ নাট্যকর্মীর তাঁকে জানা বা না চেনার কারণ কী? তাঁকে নিয়ে খুব একটা আলোচনা বা গবেষণা হয়নি। তথাপি, তাঁর নিজের কিছু লেখা এবং সে সময়ের কয়েকজন অভিনেতা ও নাট্যদর্শকের লেখা থেকে আমরা মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য সম্পর্কে কিছুটা জানতে পারি। তা যে যথেষ্ট নয়, এই ভাবনা থেকে তাঁর সম্পর্কে যথার্থ মূল্যায়ন হওয়া প্রয়োজন। কেননা, মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্যের ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন পর্যায়ে সমাজ, রাজনীতি কিংবা শিল্প পৃথক নয়; বরং তা একে অপরের নিকট দায়বদ্ধ। শিল্প যদি জীবনের জন্য হয় বা শিল্পের জন্যই যদি জীবন হয়, অথবা আধুনিকতার বিচারে শিল্পকে যখন জীবনের কষ্টিপাথরে পরখ করে দেখার প্রয়োজন হয়, তখন মহর্ষি মনোরঞ্জনের জীবন আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই গ্রন্থে মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্যের রাজনৈতিক আদর্শ, দর্শন, অভিনয় এবং নাট্যকার, নাট্যসংগঠক, ব্যক্তি মানুষ হিসাবে তাঁর কৃতিত্ব ও সফলতার মূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে।