৭ই মার্চ, ১৯৭১। পূর্ব-বাংলার নানাপ্রান্ত থেকে প্রায় দশ লাখ মানুষ এসে জড়ো হয়েছে ঢাকার রেসকোর্স ময়দানে। ‘জয় বাংলা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’, ‘আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘পরিষদ না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর’ এমন সব স্লোগান ধ্বনিত হচ্ছে তাদের কণ্ঠে। বেলা ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে সভামঞ্চে দাঁড়ান। রচনা করেন এক অমর কবিতা। বলেন, ‘...তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। ... রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’ তাঁর এই ভাষণ আন্দোলন সৃষ্টি করে মানুষের মনে। ভিত কেঁপে ওঠে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর। স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হয় বাঙালি। শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। ৭ই মার্চে রচিত বঙ্গবন্ধুর সেই অমর কবিতা এখন বিশ^-মানবতার অমূল্য সম্পদ। বঙ্গবন্ধু এবং তাঁর এই অমর কবিতা নিয়ে বাংলা ভাষার কবিরা রচনা করেছেন শত শত কবিতা। ৭ই মার্চের ভাষণ আর বাংলাদেশের স্বাধীনতা একইসূত্রে গাঁথা। মুজিব জন্মশতবর্ষ আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৭ই মার্চের ভাষণ নিয়ে রচিত নির্বাচিত পঞ্চাশটি কবিতার পঙ্ক্তিমালায় জাতির পিতার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য...