শৈশব আর কৈশোর, নির্মল স্বচ্ছ মনে-স্বপ্ন দেখার বয়স। নিজের কল্পনায় পৃথিবী গড়ার বয়স। তারা মনের অজান্তেই এঁকে ফেলে একটি নরম ঝিলিমিলি রঙিন ছবি। শিশুসাহিত্য সেই স্বাধীন স্বপ্ন-দেখা মনের একান্ত সাথি। শিশুমনের প্রধান বৈশিষ্ট্য হলো, তারা প্রতিনিয়ত বিষয়-বৈচিত্র্য খোঁজে। একই জিনিস বারবার পড়তে চায় না, যেমন খুব পছন্দের টিফিন-নাশতাও প্রতিদিন খাওয়া পছন্দ করে না। শিশু-কিশোরেরা দেশের লেখকদের অনেক মজার মজার গল্প হয়তো এমনিতেই পড়ছে। কিন্তু এই বইতে চেষ্টা করা হয়েছে তাদের আন্তর্জাতিক শিশুসাহিত্যের সঙ্গে পরিচয় করে দেওয়ার। আমরা তাদের সেই বৈচিত্রময় স্বাদ গ্রহণের জন্যে বেছে নিয়েছি নোবেলজয়ী লেখকদের লেখা ছোটদের গল্প, যে গল্পগুলো বিশ্বব্যাপী পাঠক নন্দিত এবং বহু ভাষায় অনুবাদ হয়েছে। বাংলাদেশে এমন সংকলন ইতিপূর্বে হয়নি বলা যায়। যেসব শিশু-কিশোর এ বইটি পড়বে, তারা আমাদের বাংলা ভাষায় নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি রুডইয়ার্ড কিপলিং, আইজাক বশেভিস সিঙ্গার, সেলমা লেগারলফ, পার্ল এস বাক ও গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের মতো লেখকের সাহিত্য স্বপ্নজালে প্রবেশ করবে। ছোট মনের ভেতরে আপনাআপনি একটি বড় ভিত্তি তৈরি হবে বিশ্বসাহিত্যের। এর লাভ হয়তো বইটি পড়ার পর এখনই বোঝা যাবে না। তবে এ কথা নিশ্চিত করে বলা যায় তাদের মনে তৈরি হবে নতুন এক রুচিবোধ, অন্তর্লোকে পৌঁছাবে নতুন এক দৃষ্টিভঙ্গি। যা তাকে প্রকৃত পাঠপ্রিয় মানুষ হয়ে উঠতে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।