দুয়ারে কড়া নাড়ছে ফাল্গুন! সবসময়ই তারুণ্যের চাওয়া অন্য রকম! করোনাকালীন এই ফাগুন দিনে- ভালোবাসার তুমুল কলরোলে মনের গভীর থেকে ভেসে আসছে অন্য এক সুবাস! ২১টি প্রেমের গল্পগ্রন্থের একেকটি গল্পে যেন সেই সুবাস মেখে আছে! কলম আর কালির রঙ-তুলিতে ২১ তরুণ এঁকেছেন জীবনের নানা জলছবি ! গল্পে কত শত বিষয় যে আসতে পারে; উপস্থাপন ঢংয়ের ভিন্নতা; সংলাপ আর সংলাপহীনতার যোজনা কিংবা মানব-মানবীর সম্পর্কের রকমফের! গল্পগুলো না পড়লে বোঝা মুশকিল; এর ভূগোল! কী আছে তার তালিকা দীর্ঘ না করে বরং আমরা বলতে পারি কী নেই এই ২১ গল্পে! হ্যাঁ সবই আছে; যা কিছু গল্পের উপাদান! বরং আমরা লেখক সূচিটা দেখে নেবার জন্য অনুরোধ রাখতে পারি পাঠকদের! আসুন এক পলকে দেখে নিই- প্রেম কিংবা অপ্রেমের গল্প : আরিফুন নেছা সুখী, নেক্রপলিস : দেওয়ান তাহ্সিন আবরার, ছাত্রী : অরবিন্দ পান্তি, এটা কি ভালোবাসা? : আবীর মোদক, বৃষ্টি ও কবিতা : আহমেদ রউফ, এমন দিনে তারে : হাসান অরিন্দম, আঁধারে তুমি আলো : ফারজানা ফাইরুজ তানিশা, ঘড়ির কাঁটা : ফারজানা রহমান মুনমুন, তোমার জন্যে প্রিয়তমা : পার্থসারথি, কার গলায় জয়মালার মালা : এস এম শাহাব উদ্দিন, কাজল চোখের অভিমানী মেয়ে : ইশরাত জাহান ইকরা, পিঁপড়ের লাইন : মতিন সৈকত, ভবঘুরে : মুহতাসিম মুনিম, ঝরা ফুল দলে : নুজহাত ইসলাম নৌশিন, নিশিপক্ষী : নূরে জান্নাত, প্রথম দেখা প্রথম পরিচয় : প্রজীৎ ঘোষ , পূর্ণতা : নাজমুল হাসান, মিছেমিছি মন দিছি :শাহরিয়ার ইমন, বিষণ্ণ গোধূলি : শেখ রাসেল পারভেজ, সুপ্তিকথন : সাকিব প্রধান অনিক, তবুও ভালোবাসলাম : শাহানাজ মিজান।
Hossain Shohid Majnu ছোটগল্পকার, কবি হোসেন শহীদ মজনুর প্রধান পরিচয়– তিনি সাংবাদিক। পেশায় সাংবাদিক হলেও প্রথম নেশা- লেখালেখি। ২০০৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি কমরেড' প্রকাশিত হয়। এরপর ২০১১ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ 'ভূত অথবা ভবিষ্যতের গল্প'। যৌথ সম্পাদনায় 'ভাষাচিত্র নির্বাচিত ছোটো গল্প' বের হয় ২০১৯ সালে। ২০২০ সালে তার সম্পাদিত 'ছোটদের মজার মজার ভূতের গল্প' শিশু-কিশোরদের মধ্যে সাড়া ফেলে। সম্পাদনা করছেন ছোটোকাগজ বাংলানামা। এছাড়াও তিনি দেশের প্রায় প্রতিটি জাতীয় দৈনিকেই অনিয়মিতভাবে লেখালেখি করেন। লেখকের দ্বিতীয় নেশা- ভিজ্যুয়াল মিডিয়া। সেজন্যই চলচ্চিত্র নির্মাণকাজে জনপ্রিয় অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদের সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন প্রায় এক বছর। দেশের একাধিক জাতীয় দৈনিক ও অনলাইনে সাংবাদিকতার পাশাপাশি ড. কাজল রশীদ শাহীনের রচনা ও নূরুল আলম মিল্কীর পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ নাটকে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ও করেন তিনি। একই লেখক ও পরিচালকের ‘বৈদেশী’ নামের আরেকটি টিভি নাটকেও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে দৈনিক যুগান্তর পত্রিকায় যুগ্ম বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন হোসেন শহীদ মজনু। লেখকের জন্ম ১৯৭৫ সালের ১৩ মে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামে। বাবা বদরুদ্দোজা বিশ্বাস ও মা জাহানারা খাতুনের ৬ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ২০০৭ সালের ১৫ অক্টোবর সাবিকুন্নাহার রীতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুটি সন্তান– বড় মেয়ে শাহরীন মেধা ও ছেলে শাহনাম স্নিগ্ধ। সাংবাদিকতা, লেখালেখি ও সম্পাদনা করেই বাকি জীবন কাটিয়ে দিতে চান; কারণ তার ধারণা এসব ছাড়া অন্য কোনো কাজ তিনি তেমন পারেনও না!