এই আলট্রা ডিজিটাল যুগে সময়ের সাথে তাল দিয়ে চলাটাই দিন দিন কঠিন হয়ে দাঁড়াচ্ছে! কখনো লেখাপড়ার সময় সোশ্যাল মিডিয়াগুলোর অপ্রয়োজনীয় ডিসট্র্যাকশন, আবার কখনো জবে একগাদা প্রজেক্টের ডেডলাইন জমে যাওয়া। স্টাডি, ক্যারিয়ার, পারসোনাল লাইফের ঝামেলা সামলাতে গিয়ে যে প্রশ্নটা তাই মাথায় প্রায়ই আমাদের মাথায় আসে - সবকিছু একসাথে কিভাবে আরো ভালো ভাবে ম্যানেজ করা সম্ভব? এই সব চিন্তা করতে গেলেই মাঝে মাঝে মনে হয়, ইস একটা টাইম মেশিন থাকলে জোশ হতো...অতীতে গিয়ে কিছু কাজ শেষ করে রেখে আসা যেত! কিন্তু আনফরচুনেটলি টাইম মেশিন তো আবিষ্কার হয়নি, তাই এই কম্পিটিশনের দুনিয়ায় আমাদের প্রত্যেকের দরকার সঠিক ভাবে টাইম ম্যানেজ করতে শেখা। এই বইটিতে তাই আপনার জন্য শেয়ার করেছি আমাদের নিজেদের এতবছরের শেখা বেস্ট টাইম ম্যানেজমেন্ট টপিক এবং ব্যবহার করা টুলস এন্ড টেকনিকস। বই এর দুই মলাটের মাঝে অসাধারন কিছু উদাহরণ এবং গল্পের ফাঁকে আপনি জানতে পারবেন কিভাবে সাইবার-জোম্বি কালচারের ফাঁদে পা না দিয়ে, সকল প্রকার ডিস্ট্র্যাকশন এড়িয়ে আপনি আপনার লিমিটেড টাইমের সর্বোত্তম ব্যবহার করতে পারবেন। শিখতে পারবেন কিভাবে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে কনসিসটেন্টলি লাইফের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাস্টার লেভেলের রেজাল্ট নিয়ে আসা সম্ভব। আমাদের প্র্যাক্টিকাল লাইফ এক্সপেরিয়েন্স থেকে লেখা টাইম মেশিন বইটি আপনার জীবণের লক্ষ্যে পৌছানোর একটা ভেহিকেল হিসেবে কাজ করবে বলে আশা করি।
মোঃ সোহান হায়দার শৈশবে হতে চেয়েছিলেন বিজ্ঞানী, কৈশোরে নিউরোসার্জন আর তরুণ বয়সে ফিল্মমেকার। সে হিসেবে তাকে ব্যর্থ বলা যায়। এখন তিনি পেশায় সফট স্কিল ট্রেইনার, যার মূল কাজ মেটা লার্নিং স্কিল নিয়ে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখন তাকে সাইকোলজি, নিউরোসায়েন্স, এবং স্টোরিটেলিং তিন বিষয় মিশিয়েই কাজ করতে হয়। সে হিসেবে আবার সাফল্যের অঙ্কের উত্তর মিলে যাচ্ছে। গাইনোকোলজিস্ট মা ও ইউরোলজিস্ট বাবার সন্তান হিসেবে প্রত্যাশা সবারই বেশি ছিল। YWCA, আইডিয়াল স্কুল, নটরডেম কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের মেট ফিল্ম স্কুল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়াশোনা করেছেন। মালয়েশিয়া থেকে ‘Certified NLP Practitioner’ কোর্স করেছেন। এ পর্যন্ত ৩০টি অনলাইন কোর্স করেছেন। ডিজিটাল মার্কেটার হিসেবে ২টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছেন দ্য ডেইলি স্টারের ডিজিটাল মার্কেটিং টিমের সাথে। পড়াশোনার বাইরে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে উৎসাহের কারণে গিটার বাজানো, ৫০ এর বেশি বিখ্যাত মানুষদের কণ্ঠ ইম্পারসোনেশন/মিমিক্রি করে কথা বলা বা গান করা, ১৫ টি ভিন্ন জনরার গান গাওয়া, লেখালেখি এবং বিভিন্ন সফটওয়্যার যেমন Adobe Premier Pro, Illustrator, After Effects, Photoshop, Audition শিখেছেন। এর মধ্যে বেশিরভাগই কোন প্রশিক্ষণ ছাড়া। ভালোবাসেন প্রতিদিন নিজের ও অন্যদের স্কিলগুলোকে এগিয়ে নিতে। নিজের কোম্পানি স্মার্টিফায়ার একাডেমি থেকে ৪০০০ এরও বেশি মানুষকে ট্রেইনিং দিয়েছেন, অনলাইনে ৩০০+ ভিডিও বানিয়েছেন। স্মার্ট ক্যারিয়ার, পার্সোনাল ব্র্যান্ডিং, টাইম মেশিন - এখন পর্যন্ত এই তিনটি বই লিখেছেন।