ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মিঠুর ভীষণ প্রিয়। কিন্তু বৃষ্টি হলে স্কুলের মাঠ কাদা হয়ে যায়। সে মাঠে আর বন্ধুদের নিয়ে খেলা যায় না। স্কুলটা গ্রামের ঠিক মাঝখানে। ছোট্ট একটা গ্রাম। বিস্তীর্ণ মেঠো পথ। পথের ধারে সারি সারি আম কাঁঠাল ও সুপারীর গাছ। গ্রামটির চারদিকে শুধুই সবুজের সমারোহ। স্কুলের একটি একতলা পাকা ঘর আর একটি টিনের ঘর। ঘরটির সামনে ছোট্ট একটি মাঠ। মাঠের একধারে তিনটি বাগান। বাঁশের বেড়া দেয়া বাগানগুলোতে ফুটে আছে নানা জাতের ফুল। তিনটি বাগানের প্রথমটি ক্লাস থ্রির, দ্বিতীয়টি ক্লাস ফোরের এবং তৃতীয় টি ক্লাস ফাইভের। মিঠু ক্লাস ফাইভে উঠেছে এবার। ফোর থেকে ফাইভ এ উঠতে গিয়ে সে ফার্স্ট হয়। বরাবরই পরীক্ষায় ফার্স্ট হয় মিঠু। ভালো ফলাফল করার সুখ্যাতি আছে তার। স্কুলের শিক্ষকরা তাকে খুবই পছন্দ করেন। সেকেন্ড হয়েছে জুয়েল এবং থার্ড হয়েছে সালমা। ওরা দুজনেই ওর খুব ভালো বন্ধু। অনেকদিন ধরে এ-বাড়ি ও-বাড়ির বাগান ঘুরে স্কুলের বাগানের জন্য নতুন নতুন গাছ সংগ্রহ করেছিল মিঠু। সবে মাত্র ক্লাস ফোর এর ফাইনাল পরীক্ষা শেষ করে ক্লাস ফাইভে উঠেছে। ভালো ফলাফলের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি শ্রেষ্ঠ সুন্দর বাগানের জন্য প্রত্যেক ক্লাস কে পুরস্কৃত করা হয়। গত বছর ক্লাস ফাইভের বাগান শ্রেষ্ঠ হয়েছিল কিন্তু এ বছর ক্লাস ফোরের বাগানটিই শ্রেষ্ঠ হয়েছে। মিঠু মনে মনে ভীষণ খুশি হয়েছে। বেশ খেটেছিল সে বাগানের জন্য!