“অবশেষে আমরা রোমান ইতিহাসের একটি পুঙ্খানুপুঙ্খ, সুশৃঙ্খল, তথ্যসমৃদ্ধ, ও সুস্পষ্টভাবে অনুভবনীয় উপক্রমনিকা হাতে পেলাম। আমাদের মধ্যে অনেকেই সুদীর্ঘ সময় ধরে এমন একটি বইয়ের প্রতীক্ষায় অধীর।” টমাস ম্যাক্গিন, ভ্যান্ডারবিল্ট ইউনভার্সিটি “আনকোরা, সর্বাত্মক ও হালনাগাদ এই সংস্করণ, আন্ডার-গ্র্যাজুয়েট ও সাধারণ পাঠক পর্যায়ে রোমান ইতিহাসের একটি অধুনাতন ও প্রভাববর্জিত সমীক্ষার জন্যে বহুদিনের দাবীর অবসান ঘটাবে নিঃসন্দেহে। এর রচয়িতারা প্রাণবন্ত ও গতিময় ইতিহাস বর্ণনার সাথে প্রাতিষ্ঠানিক ও ভাবনির্ভর বিষয়বস্তুর নান্দনিক ও বিচক্ষণ ভারসাম্য স্থাপন করেছেন। সবকিছুর উর্ধ্বে, আলোচ্য ক্ষেত্রের ঐতিহাসিক সংশ্লেষ ও উচ্চতার সমন্বয়ঋদ্ধ একটি অবিসম্বাদিত দিগি¦জয়ী আখ্যান এটি।” নাথান রোজেনস্টেইন, ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটি “এটি একটি অপূর্ব শিক্ষায়তনিক শিল্পকর্ম, যা রোমান ইতিহাসের প্রাঞ্জল ও বোধগম্য বিবরণী তুলে ধরেছে, সেইসাথে কিভাবে ‘রোমান রাষ্ট্র একটি নিশ্চল প্রপঞ্চ ছিলোনা, বরং সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে’ তার ফিরিস্তিও। ঐতিহাসিক এই আখ্যান, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বৃত্তান্তে সমৃদ্ধ।” এন্থনি এ. ব্যারেট, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া “দ্য রোমানস: ফ্রম ভিলেজ টু এম্পায়ার” রোমান ইতিহাসের উপর সহজলভ্য পাঠ্যবইয়ের মধ্যে অবিসম্বাদিতভাবে সেরা।” ওয়াল্টার স্কেইডেল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি