"রেনেসাঁ" বইটির 'প্রসঙ্গ কথা' অংশ থেকে নেয়াঃ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্যের জন্য বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা প্রশ্ন পাঠ্য পুস্তক থেকে ভিন্নধর্মী ও টেকনিক্যাল হয়ে থাকে। উপরন্তু, বাংলা ভাষা, সাহিত্য ও ব্যাকরণের ইতিহাস সহ এমন কিছু অধ্যায় থেকে প্রশ্ন করা হয়, যা ছাত্র-ছাত্রীরা পূর্বের কোন ক্লাসেই পড়েনি। একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীকে বাংলা বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেতে কী কী পড়তে হবে? কতটুকু পড়তে হবে? কিভাবে পড়তে হবে? কিভাবে অসংখ্য তথ্য একসাথে মনে রাখবে? এ প্রশ্নগুলাের দিকে দৃষ্টি রেখেই আমি বইটি প্রণয়ন করেছি। ভর্তি পরীক্ষার বিগত সালের প্রশ্নের সাথে পরবর্তী পরীক্ষার প্রশ্নের একটা সাদৃশ্য থাকে। তাই বিগত প্রশ্নগুলােকে ব্যাখ্যা সহ অনেক তথ্যবহুল ভাবে আলােচনা করেছি। ব্যাকরণের যে অংশগুলাে থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেগুলােকে যথার্থ ও সুন্দর ভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। নবম-দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বইটি থেকে হুবহু প্রশ্ন কমন পড়ে। তাই উক্ত বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক বাচাইকৃত এবং কমন উপযােগী M.C.Q. উপস্থাপনের চেষ্টা করেছি। সর্বোপরি একজন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীকে বাংলা বিষয়ের ক্ষেত্রে যে সব জটিলতার সম্মুখীন হতে হয়, সেগুলাে সমাধানের চেষ্টা রয়েছে রেনেসাঁ বইয়ে।