ফ্ল্যাপে লিখা কথা আমার ‘এক রাতের বন্ধু শেখ রাসেল’ গ্রন্থটি প্রথম প্রকাশ হয়েছিল ১৯৯৪ সালের আগস্টে। প্রকাশ ছিলেন সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘অক্ষর’-এর স্বত্বাধিকারী সৈয়দ ফয়েজুর রহমান। দীর্ঘ প্রায় চৌদ্দ বছর পর একটি প্রকাশ করছেন অনিন্দ্য প্রকাশের স্বত্বাধিকারী আফজাল হোসেন। সঙ্গত কারণেই দু’জনের প্রতি আমার অপরিসীম কৃতজ্ঞতা। মাঝখানের সময়টুকুতে ‘পদ্ম-মেঘনা-যমুনা’য় অনেক জল গড়িয়েছে। কিন্তু ৭৫-এর ১৫ আগস্টের কলঙ্কজনক অধ্যায়ের আজও পর্যন্ত কোনো চূড়ান্ত সুরাহা হয়নি। সেই বিচারের বাণীনীরবে-নিভূতেই কাঁদছে। জাতি হিসেবে এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে! সেই দুর্ভাগ্যের দুঃখবোধ নিয়েই কোনো রকম পরিবর্ধন-পরিমার্জন ছাড়াই খানিকটা পরিবর্তনের ছোঁয়া নিয়ে ‘এক রাতে বন্ধু শেখ রাসেল’ আবারও প্রকাশ হচ্ছে। এক্ষেত্রে নতুন করে সংযোজিত হলো প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক বেবী মওদুদ-এর ভূমিকা। যিনি অমর কিশোর শেখ রাসেলকে খুব কাছ থেকে দেখেছেন। শারীরিক অসুস্থতার মাঝেও অত্যন্ত মমতা নিয়ে বইটি পড়ে তিনি তাঁর অভিমত ব্যক্ত করেছেন। তাঁর প্রতিও আমার অপরিসীম কৃতজ্ঞতা। পরিশেষে যাদের উৎসাহ- অনুপ্রেরণা আমার নিয়ত চলা সঙ্গী, তাঁদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।