জার্নি বাই সিনেমা (ঢাকা-কলকাতা নতুন রুটে) চলচ্চিত্রানুরাগী এবং দর্শক যারা গতানুগতিকতার বাইরে বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্রের খোঁজ করেন অথবা দেখার আগ্রহ বোধ করেন তাদের জন্য লেখা একটি চলচ্চিত্র সমালোচনা বিষয়ক গ্রন্থ। গ্রন্থটিতে প্লট বৈচিত্র্যতাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে সাম্প্রতিককালে বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশ এবং ভারতের আলোচনাযোগ্য পঞ্চাশটি চলচ্চিত্র বাছাই করা হয়েছে। সমালোচনার স্বার্থে স্বাভাবিকভাবেই এখানে কাহিনীর কিছু কিছু অংশ এবং সংলাপ বর্ণনা করতে হয়েছে। তবে পাঠকের কাছে তা যেন কোনভাবে স্পয়লারে পরিণত না হয় সেটি বিবেচনায় রেখে শব্দচয়ন এবং বাক্যবিন্যাসের ক্ষেত্রে সচেতন প্রচেষ্টা ছিল। অর্থাৎ পাঠকের কাছে চলচ্চিত্রের মূল আকর্ষণ অক্ষুণ্ণ রাখার ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এক্ষেত্রে, নির্বাচিত চলচ্চিত্রগুলো যারা আগে দেখেননি তারা যেন লেখা পড়ে দেখার আগ্রহ অনুভব করেন এবং যাদের ইতোপূর্বে দেখা আছে তারা যেন নিজেদের অভিমতের সাথে লেখকের বক্তব্যের একটা যোগসূত্র স্থাপন করতে পারেন সেই বিষয়টি মুখ্য হয়ে উঠেছে। সর্বোপরি, চলচ্চিত্র দেখার পাশাপাশি চলচ্চিত্র নিয়ে সর্বস্তরে আলোচনা সমালোচনা করাও যে অত্যন্ত জরুরি এমন অনুধাবনের প্রয়াস নিয়েই এই গ্রন্থের যাত্রারম্ভ।
ফরিদুল আহসান সৌরভ একজন বাংলাদেশী স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্ট্যান্ডপয়েন্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনে এন্ড এন্ড ড্রামা ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব-২০১৬ তে সেরা ফিল্মের পুরষ্কার পায়। একই বছর রোমানিয়ার টুয়েলভ মান্থস ফিল্ম ফেস্টিভ্যালে জুলাই এডিশনে বেস্ট এক্সপেরিমেন্টাল এ্যাওয়ার্ডের স্বীকৃতি লাভ করে। ২০১৯ সালে তার আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিভাস (The Revelation) ভারতের জয়পুরে সিক্সথ পিঙ্কসিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ইয়ুথ চয়েজ এ্যাওয়ার্ড অর্জন করে। ছবিটি আসামের এনপিএস আন্তর্জাতিক শিশুতোষ চলচ্চিত্র উৎসব এবং বাংলাদেশে 10th International Children's Film Festival তেও প্রদর্শিত হয়। তার নির্মিত ডেড'স সার্কাস বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ৬৪ জেলা "বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব" এ অংশ নেয়। তার ছয়টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও প্রামাণ্যচিত্র ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত "নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা" উৎসবে জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হয়। এছাড়াও দেশ এবং দেশের বাইরের অন্যান্য আরও অনেক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন সময়ে তার ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। লেখালেখির শুরুতে তিনি দৈনিক ইত্তেফাকের সাময়িকী 'ভিন্ন চোখে' তে ফিচার লিখতেন। বর্তমানে ডেইলি অবজারভার এবং দ্যা এশিয়ান এইজে চলচ্চিত্র সমালোচনা নিয়ে লেখেন। সৌরভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আইইআর) থেকে ব্যাচেলর এবং মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে রাশিয়া সরকারের বৃত্তিতে ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি, হায়ার স্কুল অব ইকোনমিক্স (HSE University), মস্কোতে সেকেন্ড মাস্টার্সে অধ্যয়ণরত। তিনি দীর্ঘদিন ধরে কানাডার রিল ইউথ ফিল্ম ফেস্টিভ্যালের জুরি সদস্য হিসেবে কাজ করছেন।