কাতারে জীবন যেমন, বইয়ের লেখক ড. আব্দুল্লাহ আল মামুন কর্মসূত্রে দীর্ঘদিন কাতারে ছিলেন। পেশায় প্রকৌশলী। নেশায় লেখক। প্রবাস জীবনের বহুমাত্রিক রূপ বর্ণনা তাঁর লেখার মূল অনুষঙ্গ। আসন্ন বিশ^ ফুটবলের সবচেয়ে বড়ো আসর ‘বিশ^কাপ ফুটবল-২০২২’ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলছে মহাকর্মযজ্ঞ। নতুন নতুন স্টেডিয়াম। হোটেল, মোটেল-রাস্তাঘাট। যোগাযোগ অবকাঠামো। বহুমুখী পর্যটন সুবিধা সব মিলিয়ে অচিরেই বিশে^র উন্নত দেশকে টেক্কা দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতার। মধ্যপ্রাচ্যে প্রবাসী বাঙালিতো বটেই, বিশে^র যে কোনো প্রান্তের অভিবাসীদের জীবনের সুখ-দুঃখ-হাসি-কান্না তীর্যক ভাষায় তুলে ধরেছেন তিনি। তিনি একজন জনপ্রিয় গীতিকার, কবি ও কলাম লেখক। তাঁর প্রতিটি লেখাই যেন আলাদা একটা গল্প। একসঙ্গে বললে ভ্রমণকাহিনি বলা যায়। তবে কেবল ভ্রমণকাহিনি বললে ভুল হবে। ড. আব্দুল্লাহ আল মামুন-এর প্রবাসজীবনের লেখাগুলোকে ‘বহুমাত্রিক জীবনগাথা’ বলা যায়। পাণ্ডুলিপি পড়েই আমি মুগ্ধ হই। সূক্ষ্ম বিষয়গুলো সহজ-সরল ভাষায় তুলে ধরেছেন তিনি। এ যেন প্রবাসজীবনের আয়না। কখনো স্বচ্ছ। কখনো ধূসর। কখনো বর্ণিল। কখনো অনাবিল আনন্দমেঘ। কখনো বিষাদের নীরব ঝরনা হৃদয়ের গহীনে বয়ে চলে। তাঁর লেখা নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিসীমা অতিক্রম করে প্রবাসী ও প্রবাসজীবনের সম্মিলিত মানুষের কণ্ঠস্বর হিসেবে ধরা দেয়। এটাই তাঁর লেখার মৌল পরিচয়।
আশির দশকের কিছু কালজয়ী গানের গীতিকার আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ থেকে প্রকৌশল ডিগ্রি অর্জন করে পরবর্তীতে উচ্চ শিক্ষা এবং জীবিকার তাগিদে স্থায়ীভাবে তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ার সিডনিতে। সুদূর প্রবাসে থাকলেও তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গীত ভুবনে তার অস্তিত্ব ছিলো নিরন্তর বিদ্যমান। দীর্ঘ তিন যুগ পরেও ওই গানগুলোর প্রতি শ্রোতাদের অদম্য ভালোবাসা দেখে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছেন নিজের গাওয়া মৌলিক এ্যালবাম 'তোমার জন্য'। বাংলাদেশের সঙ্গীত ভুবনে এ যেন তার দ্বিতীয়বার ফিরে আসা। 'তোমার জন্য' অ্যালবামের জন্য কাজ করেছেন আলী হোসেন, শেখ সাদী খান, আলম খান, লাকী আখন্দ, গাজী মাজহারুল আনোয়ার, মোঃ রফিকুজ্জামান এবং অনুপ ভট্টাচার্য্যের মতো কিংবদন্তিতুল্য সঙ্গীতজ্ঞ। আর কোনো এ্যালবামে তারা একসাথে কাজ করেননি । আধুনিক, ফোক ও সেমি-ক্লাসিক্যালসহ বিভিন্ন ধারার আটটি গান রয়েছে এই এ্যালবামে। ইতিমধ্যে তিনটি গানের মিউজিক ভিডিও বের হয়েছে। প্রতিটি মিউজিক ভিডিওতে রয়েছে একটি হৃদয় ছোঁয়া গল্প। দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মিউিজিক ভিডিওগুলো প্রদর্শিত হয়েছে। ইতিমধ্যে অ্যালবামের 'মিথ্যে অভিমানে' গানটি জননন্দিত হয়েছে। কর্মজীবনে শিল্পী মামুন একজন সফল প্রকৌশলী। যুক্তরাজ্য থেকে প্রকাশিত দ্বিভাষিক ম্যাগাজিন 'মিলেনিয়াম'-এর চোখে নিজস্ব ক্ষেত্রে কীর্তি বিবেচনায় ২০১৩ সালের সেরা অনাবাসী বাংলাদেশির তালিকায় প্রথম দশজনের একজন নির্বাচিত হন। মামুন হলেন একের ভেতরে অনেক। তিনি একজন দক্ষ রেডিও সাংবাদিক ও উপস্থাপক, কলামলেখক এবং কবি। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে তার কাব্যগ্রন্থ 'খুঁজে পেয়েছি প্রিয়তমা'। 'কাতারে বহতা সময়' তার আত্মজীবনীমূলক প্রবাস রচনা। নিজের অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তিনি তার কাতার প্রবাসজীবনকে দেখেছেন অন্যচোখে। দ্রুত উন্নয়নের শীর্ষে উঠা কাতার এবং কাতারে প্রবাসী মানুষের নানা সুখ-দুঃখ তিনি তুলে এনেছেন একজন নিপুণ জহুরির চোখে। পাঠকমাত্রই অভিভূত হবেন।