"কিছু বিষাদ উপাখ্যান" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে ন্যাডফোনে অচেনা কণ্ঠ, প্রাক্তনের প্রস্থানের খবর। সমুদ্রের কাছে হঠাৎ দেখা এক অচেনা পুরুষ, পরিচয়-প্রেম আর এক বিবর্ণ দ্বীপের নিঃসঙ্গতায় তাকে হারিয়ে ফেলা। দূর থেকে দেখা পুরােনাে বন্ধুর সম্পর্কের পরিণতি। মুরাকামির মূল গল্পের ছায়ায় এমনি কিছু বিষাদের গল্প। উপনিবেশের মুখােশে ঢাকা পড়ে। থাকা ঘৃণা, দ্বেষ ও অবিশ্বাস, অরওয়েল-এর অনুভব থেকে তারই কিছু উপাখ্যান। কাফকা-র কাছ থেকে পাওয়া গল্পে। কোনাে এক শহুরে কিশােরীর গ্রামের স্বল্প জীবন, অচেনা মানুষের চোখ ও চেনা হয়ে ওঠা সম্পর্ক ফেলে বিষাদময় প্রত্যাবর্তন। টিউশনিজীবী মধ্যবিত্তের চিরায়ত টানাপড়েন, পিতার বুকে পাথরের মতাে ভারী হয়ে থাকা সন্তানের মৃত্যুর গল্প, চেকভের চোখে। ও হেনরি-র হাত ধরে জীবিকার। যান্ত্রিক জীবন, নিজেকে বয়ে বয়ে ক্লান্ত এক তরুণীর ঝরা পাতার মতাে প্রত্যাশিত নিয়তির প্রহর গােনার গল্প। সেই সাথে প্রিয়তমাকে সন্ধানের এক বিষাদময় সমাপ্তি এবং রহস্যময় দরােজার অনুসন্ধানে গিয়ে ক্রমেই রহস্য, প্রেম আর বিষাদগ্রস্ততায় ডুবে যাওয়া। চারপাশের এইসব শূন্যতা আর কিছু বিষাদের উপাখ্যান।
আসাদুল লতিফ। জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। পড়েছেন কলেজিয়েট স্কুল, রাজশাহী কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কম বেশি লিখেছেন ছোট-বড় সব কাগজেই। বেশিরভাগই খবর, ফিচার, গবেষণা প্রবন্ধ, কলাম। গল্প-কবিতা লেখা হলেও প্রকাশ হয়নি খুব বেশি। প্রায় দুই দশক আগে লেখা শ'খানেক কবিতার সংকলন 'আরাধ্য সময়' বের হয়েছে একুশে বইমেলা ২০২০ এ। পরবর্তীতে কিছুটা নিয়মিত হয়েছেন অনলাইন প্ল্যাটফর্মে। এখন ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের কাজ করছেন। ২০২১ এর বইমেলাকে উদ্দেশ করে পেন্সিল পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে গল্প সংকলন কিছু বিষাদ উপাখ্যান।