চাকরিপ্রার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এমন সব নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও কৌশল এবং চাকরির বাজারের জন্য নিজেকে তৈরি করার কায়দাকানুন নিয়ে বই ‘চাকরির চাবিকাঠি’। তুমুল প্রতিযোগিতামূলক সব নিয়োগ পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে, এ নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। বইটির একটি অধ্যায়ে রয়েছে প্রথমবার পরীক্ষা দিয়েই চাকরি হয়েছে এমন কয়েকজন তরুণের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প। তুমুল প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় সাফল্যের চাবিকাঠি কী হতে পারে, কীভাবে প্রস্তুতি নিতে হবে এ নিয়ে আলোচনা করা হয়েছে একটি অধ্যায়ে। বিভিন্ন সরকারি ব্যাংকে অফিসার, সিনিয়র অফিসার নিয়োগ এবং বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও ভালো করার টেকনিক নিয়েও পরামর্শ আছে বইটিতে। সারা দেশে আছে প্রায় ১৯ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাড়ে তিন হাজার কলেজ ও সাড়ে ৯ হাজার মাদ্রাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করার কৌশল ও প্রস্তুতিসহ নিয়ে দরকারি আলোচনা আছে ‘চাকরির চাবিকাঠি’ বইটিতে। সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে তথ্যবহুল আলোচনা রয়েছে বইটিতে। সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষা নিয়ে পরামর্শ দিয়েছেন ২০১৬ সালের সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষায় মেধাতালিকায় প্রথম নিয়োগপ্রাপ্ত মো. হযরত আলী। বইটির একটি অধ্যায়ে মিলবে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য। আইন পেশায় নিয়োজিত হতে কী করতে হবে, সে বিষয়েও দরকারি তথ্য আছে বইটিতে। বাংলাদেশ বিমানসহ বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থার পাইলট হতে চাইলে কী করতে হবে এ নিয়ে ‘চাকরির চাবিকাঠি’ বইটিতে দরকারি নির্দেশনা পাওয়া যাবে। বিমান, নৌ ও সেনাবাহিনীর রোমাঞ্চকর পেশায় যারা নাম লেখাতে চান, তাদের জন্য একটি অধ্যায়ে তথ্যবহুল আলোচনা করা হয়েছে। এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজের সুযোগ অনেক। বইটিতে এ নিয়েও রয়েছে দরকারি তথ্য। উন্নত দেশগুলোতে দক্ষ কর্মীর চাহিদা অনেক, বেতনও কয়েক গুণ। তাই দেশে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়া উচিত। নানা কারিগরি বিষয়ে সরকারের বিমেটের প্রশিক্ষণ, প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা, ফোন নম্বরসহ দরকারি তথ্য মিলবে বইটিতে। নিজেকে তৈরি করলে চাকরিই খুঁজে নেবে। হোটেল ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেস, নার্সিং, পোশাকশিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, মানবসম্পদ ব্যবস্থাপনা, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, মোবাইল ইঞ্জিনিয়ারিং, কল সেন্টার, বিউটি পার্লার, হস্তশিল্প, সাংবাদিকতাসহ নানা বিষয়ে প্রশিক্ষণের খোঁজ দেওয়া হয়েছে বইটির শেষ অধ্যায়ে।
শিশুসাহিত্যিক, গল্পকার, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক জনপ্রিয় লেখক আরাফাত শাহরিয়ার। লেখালেখিতে হাতেখড়ি ইশকুলবেলায়। ছোটদের রাজ্য রঙিন করতে লিখছেন দুই যুগ ধরে। লিখেন বড়দের জন্যও। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য লিখছেন দুই দশকের বেশি সময় ধরে। শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত লেখা ছাপা হয়। সৃজনশীল পারিবারিক আবহে দশম শ্রেণিতে পড়া অবস্থায় বেরোয় কাব্যগ্রন্থ ‘বজ্রকণ্ঠ’। প্রকাশিত গ্রন্থ ১২টি। দুটি শিশু-কিশোর গল্পগ্রন্থ, বেশিরভাগ গ্রন্থ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক। প্রকাশের অপেক্ষায় বেশ কয়েকটি গ্রন্থ। লেখকের জন্ম ৩০ জুন, জামালপুরের সরিষাবাড়িতে। সেখানেই কেটেছে দূরন্ত শৈশব-কৈশোর। বাবা আলহাজ্ব এম. এ. কুদ্দুস সরকার ছিলেন সরকারি কর্মকর্তা। মা আমিনা খাতুন পেয়েছেন ‘রত্নগর্ভা’ পুরস্কার। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। সাংবাদিকতায় উচ্চতর ডিপ্লোমা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে। বিশ্ববিদ্যালয় জীবনে বেছে নেন সাংবাদিকতা। কাজ করেছেন শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও কালের কণ্ঠে। সম্পাদনা করছেন দরকারি তথ্যভিত্তিক পোর্টাল ‘ইনফোপিডিয়া’। বর্তমানে দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত। সহধর্মিনী মোহসিনা হোসাইন একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। অবসর কাটে বই পড়ে, সিনেমা দেখে। স্বপ্ন দেখেন এক নতুন বাংলাদেশের, যেখানে অপার সম্ভাবনা।