আপনি জীবনে সবচেয়ে বেশি কি চান? স্বীকৃতি? টাকা? স্বাস্থ্য? সুখ? প্রতিপত্তি? ভালোবাসা? যদি কয়েকটি সাধারণ নিয়ম অনুসরণ করেন এবং বৈপ্লবিক সূত্রকে কাজে লাগান, তবে এর থেকে বেশি কিছু আপনার হতে পারে। খুব কমই আপনাকে সাফল্য থেকে দূরে রাখবে। আপনি ও ইতিহাসের সকল মহান ব্যক্তিদের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। তারা মহান হয়েছেন তাদের মহান বুদ্ধির কারণে নয়, বরং তারা তাদের সুপ্ত শক্তিকে ব্যবহার করে নিজেদের শীর্ষে নিয়ে গেছেন। আপনিও সফলতার শীর্ষে যেতে পারেন। আপনার যেকোনো আকাঙ্খায় আপনি কতটা সফল, তা কেবল সঠিক মানসিক এবং এই বইটিতে সহজে অনুসরণ করার নীতিগুলো ব্যবহার করার বিষয়। এই বইয়ের মধ্যে এমন কিছু আশ্চর্যজনক নতুন ধারণা পাবেন যা, ব্যর্থ হয় না এমন একটি সিস্টেমের অধীনে সাফল্যকে কোনো সূত্রে হ্রাস করে। বইটি পড়ার সাথে সাথে দুর্দান্ত কিছু ঘটা শুরু করবে। আপনি নতুন কিছু শিখবেন, অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেই সাথে অনুপ্রাণিত হবেন। শীঘ্রই সাফল্যের গুরুত্বপূর্ণ নিয়ামকগুলো চিনতে পারবেন। আপনি আশ্চর্য হবেন এটা ভেবে যে, কেন আপনি এতদিন এই সত্যিকারের সম্পদ থেকে নিজেকে দূরে রেখেছেন। তাদেরকে এখন থেকে আর দূরে রাখা যাবে না। শীঘ্রই আপনিও এগুলো পুরোপুরি উপভোগ করতে শুরু করবেন। আপনি আপনার নিজের দক্ষতা এবং সম্ভাবনাময় শক্তির বিচার করতে সক্ষম হবেন। দেখতে পাবেন কীভাবে সঠিক মানসিক মনোভাব আপনার ব্যক্তিগত সাকসেস সিস্টেম তৈরি করবে। এই সাকসেস সিস্টেমের মাধ্যমে কীভাবে জীবনের সত্যিকারের সম্পদ অর্জন করা যায়, তাও শিখতে পারবেন। এই বইয়ের লেখক উইলিয়াম ক্লিমেন্ট স্টোন, এমন কোনো গোপন রহস্য আটকে রাখেনি, যা তাকে জীবনের সত্যিকারের সম্পদ এনে দিয়েছে। উইলিয়াম ক্লিমেন্ট স্টোন ছিলেন অামেরিকান ব্যবসায়ী, লোকহিতৈষী এবং আত্ম-উন্নয়নমূলক বইয়ের লেখক। তিনি ১৯০২ সালের ৪ মে ইলিনয়েসের শিকাগো শহরে জন্মগ্রহন করেন। তার বাবা যখন মারা যান তখন তারা ঋণে জর্জরিত ছিল। তার মা ছিল একজন পোশাক প্রস্তুতকারক। অভাবের জন্য ছয় বছর বয়সে স্টোন ছোট থাকা অবস্থায় হেটে হেটে পত্রিকা বিক্রি করতো। পরবর্তীতে তিনি তার মায়ের সাথে দূর্ঘটনা বীমা বিক্রি করেন। ফুল টাইম বীমার কাজে থাকার জন্য স্কুল ছেড়ে দেন। পরবর্তীতে উনি শিকাগোর ওয়াইএমসিএ সেন্ট্রাল হাইস্কুল থেকে ডিপ্লামো করেন। তিনি ডেট্রয়েট কলপজ অফ ল এবং নর্দ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে কোর্স করেন।