মধ্যরাতে কোরেশী রাজার দেউরি মােড়ে এসে দাঁড়ায়। উকিল জিগায়, ‘কেন ডেকেছেন? কোরেশী লম্বা নিঃশ্বাস ছেড়ে বলে, শেষ পর্যন্ত ফাঁসির দণ্ড থেকে আমায় বাঁচাতে পারলেন না?’ উকিল মিটিমিটি হাসে, ‘বাঁচানাের মালিক একমাত্র আল্লাহ। ‘এখন কী করার? ‘কোর্টে আত্মসমর্পণ করুন। ‘তাইলে তাে ফাসি হয়ে যাবে। ‘তা হতে পারে। ‘বেঁচে থাকার উপায় বলুন। ‘যারা মৃত্যুকে ভয় পায়, জীবন তাদের জন্য এক ধরণেনর দণ্ড। সকালের সােনা ঝরা রােদে তেজগাঁও রেলস্টেশানে ছড়ি হাতে আরিশা অপেক্ষা করে। কালাে চুলের এক যুবক লােক আরিশার সামনে এসে দাঁড়ায়। প্রিন্টের শার্টের ওপর লাইট ব্লু জিন্স। ক্লিন শেভ দাড়ি। হাতে কালাে লিদারের ব্রিফকেস। দেখতে যুবক যুবক লােকটা। আরিশাকে জিগায়, প্রতিদিন আপনি এই স্টেশানে কাকে খোঁজেন? ‘কাশেম নামের একটা অন্ধ ছেলেকে।' ‘সত্যিই কি কাশেমকে খোঁজেন না-কি কাশেমের অজুহাতে অন্য কাউকে খোঁজেন? আরিশা থতমত খায়। জিব্বায় ঠোট চেটে চেটে স্বাভাবিক হয়। তারপর বলে, “কোরেশী, আসলে...'। কোরেশী আরিশাকে থামায় দিয়ে বলে, “আপনি ভুল করছেন। আমি কোরেশী না। আমি মােঃ জসিম উদ্দীন। আরিশা মিচকি হেসে জবাব দেয়, ‘মানুষ কেবল খােলস বদলাতে পারে, কিন্তু নিজেকে আর বদলাতে পারে না।
ফেরদৌস হোসেন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক ও ল’য়ার। ১ জানুয়ারি ১৯৯১ সালে পিরোজপুর জেলায় তার জন্ম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ঐ বছরই ৫ম ডেইলি স্টার ইন্টার হল ইংলিশ ডিবেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০১০ সালে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটে একজন একনিষ্ঠ সংগঠক হিসেবে যোগ দেন এবং ‘বঙ্গাঋদ্ধি’ নামক ম্যাগাজিন সম্পাদনা করেন। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ইন্ট্রা ইয়ার মুট র্কোট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এবং বেস্ট স্পিকার পদক লাভ করেন। ঐ বছরই ‘মাসিক বিশ্লেষণ’ ম্যাগাজিনে সহযোগী সম্পাদক পদে যোগদান করেন। ২০১২ সালে জাতীয় হেনরি ডুনান্ট ইন্টার ইয়ার মুট র্কোট প্রতিযোগিতায় রানার আপ হন এবং সেকেন্ড বেস্ট স্পিকার পুরষ্কার লাভ করেন। এই সময়কালে দৈনিক যায়যায়দিন, দৈনিক সংবাদ এবং দৈনিক আমার দেশ পত্রিকায় নিয়মিত তার কলাম ও প্রবন্ধ ছাপা হতে থাকে। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে লেখা সেইসব প্রবন্ধ পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়। ২০১৩ সালে ভারতের গান্ধিনগরে অনুষ্ঠিত ৫ম জেএনএলইউ আন্তর্জাতিক মুট র্কোট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হন। ২০১৩ সালে এটিএন টাইমস পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। ২০১৫ সালে দৈনিক মানবকন্ঠ পত্রিকায় কোর্ট রিপোর্টার হিসবে নিয়োগ পান। ২০১৬ সালে আইনে মাস্টার্স শেষ হলে আইন পেশায় যোগদান করেন। ২০১৮ সালে দৈনিক দেশ রুপান্তর পত্রিকায় কোর্ট রিপোর্টার হিসেবে জয়েন করেন। ২০২১ সালে একুশে বই মেলায় তার প্রথম উপন্যাস ‘গোলাপজল দুঃখ’ প্রকাশিত হয়।