কিশোর বয়সেই লেখালেখির অভ্যাস ছিল তবে লেখক সত্তাকে বাকি জীবনের পাথেয় রূপে বেছে নিয়েছি ২০১৬ থেকে। প্রথম প্রকাশিত বই 'কবিতায় মুক্তিযুদ্ধ'(সম্পাদনা), একুশের বইমেলা '১৬। একই সময়ে প্রকাশিত বই, আমার লেখা 'সফল রাজনীতিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা'-এর মাধ্যমে বঙ্গবন্ধু পরিবার নিয়ে আমার গবেষণা ও প্রকাশনার সূচনা। পাঁচ বছরের উপলব্ধি হল, সিকি ভাগও এখনো জানতে পারলাম ন। এত বিশাল-ব্যাপক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রাজনৈতিক ইতিহাস-ঐতিহ্য। এত গভীর বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন তা এক যুগেও পাঠোদ্ধার করে নির্যাস অাহরণ সহজবোধ্য নয়। পাশাপাশি বঙ্গমাতা ও শেখ হাসিনার জীবন এবং দর্শন। তবুও যা কিছু পেরেছি তাই তুলে ধরার চেষ্টা করছি নিরন্তর। আওয়ামী লীগের সভাপতি রূপে শেখ হাসিনার চল্লিশ বছর এবং প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদ চলছে। চার দশকে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে বিশাল নিয়ে বিশ্ব পরিমন্ডলে বহুমাত্রিক ভাষায় আলোচনা ও লেখালেখি সময়ের দাবি। ক কোভিড-১৯ মোকাবেলা সত্যিই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এক যুগে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সত্যিকার অর্থেই ইর্ষনীয়, যা ‘কোভিড-১৯, শেখ হাসিনা ও বাংলাদে ‘ গ্রন্থটিতে তা তুলে ধরার চেষ্টা করেছি। পাঠক পড়ে কিছুটা হলেও উপকৃত ও জ্ঞান পিপাসা মেটাতে পারলেই কেবল স্বার্থকতা। সবার জন্য শুভ কামনা।