‘জলময়ূ’ একটি প্রতীক। জলময়ূর একটি জীবন বৃত্তান্ত। জলময়ূর কিছু জীবনের দহন আর নিদারুণ এক পরাবাস্তবতা। আমরা সাধারণত আমাদের সমাজ সংসারে একজন নারীকে দেখি, একজন মা’কে দেখি স্বামী পরিত্যক্ত হয়ে সন্তানকে বুকের মাঝে আগলে বাঁচতে। শারীরিক, মানসিক, পারিবারিক , সামাজিক ও অর্থনৈতিক দহন পীড়নে পর্যুদস্ত হয়েও কেমন দৃঢ়ভাবে প্রিয় সন্তানের ভবিষ্যত সুনিশ্চিত করতে। পুরো জীবনটাই উৎসর্গ করে দিতে সন্তানের জন্য। ‘জলময়ূর’ ঠিক এমন একটি উপন্যাস যেখানে একজন নারী নয়। একজন পিতা, একজন পুরুষ নিজে স্ত্রী পরিত্যক্ত হয়ে একটি পুরুষ জলময়ূরের মতো সন্তানকে আগলে নেয় বুকে। লালন পালন করে একজন মমতাময়ী মায়ের মতোই। জীবনের সব কিছু নিজের বলতে একমাত্র ধারণ করে তার সন্তানকে। একজন মায়াবতী মায়ের মতোই নিজের জীবনের সবটুকু খুশি সমর্পিত করে দেয় সন্তানের জন্য। চার বছরের শিশু সন্তানকে বুকে নিয়ে একজন ত্রিশোর্ধ বয়সের পিতার একজন পরিপূর্ণ একক বাবা ও মা হয়ে উঠার গল্প। একাকিত্বের ঘেরাটোপে হেঁাচট খেতে খেতে সে কী আদৌ পেরে উঠে সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে! না—কি সে মানুষ বলেই হেরে যায় তার যাপিত জীবনে! একজন মানুষ, বাবা জলময়ূরের জীবন যাপন করেও ঠিক জলময়ূর হয়ে উঠতে পারে কী সেই পিতা! পরিশেষে জীবন একজন পিতাকে ঠিক কোন কাঠগড়ায় এনে দাঁড় করিয়ে দেয়! সফল সন্তানের সফল পিতা! না—কি মাতৃহারা সন্তান মানুষ করতে না পারা একজন ব্যর্থ পিতা। এসকল প্রশ্নের উত্তরের পাশাপাশি জলময়ূর উপন্যাসে পাবেন আপনার আমার আমাদের প্রত্যেকের জীবনের কিছু পরাবাস্তব দহন পীড়ন ও প্রকৃতির রহস্যময় অনুশাসনের কঠিনত্বের ইতিবৃত্ত। ‘জলময়ূর’ প্রতিটি পাঠককে তার আপন জীবনেই যেন দাঁড় করিয়ে দিবে গল্পের ঘটনাপ্রবাহে। আর এভাবেই ‘জলময়ূর’ উপন্যাস যায়গা করে নিবে প্রতিটি পাঠক মনে এ আমার দৃঢ় বিশ্বাস।
পিতা মোঃ বিল্লাল হোসেন ও মাতা বিলকিছ বেগমের ঘরে ৫ই আগস্ট ২০০০ সালে জন্মগ্রহন করেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে নাজনীন তৃতীয়। নেয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী, বালুঘাট উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পাশ করে বর্তমানে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এ উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। বাবা একজন সঙ্গীতশিল্পী। তাঁরই অনুপ্রেরণায় লেখালেখির হাতেখড়ি। ছোটবেলা থেকেই লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিক ও লিটলম্যাগে। প্রিয় শখ বইপড়া, গাছ লাগানো, লেখালেখি ও গান শোনা। ভবিষ্যতে একজন আদর্শবান ডাক্তার হয়ে অসুস্থ মানুষের সেবা করাই তাঁর জীবনের লক্ষ্য।