বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া আনিসুল হক একজন তরুণ। স্বাধীনতা যুদ্ধের আগে পুলিশ বিভাগে যোগদেন। পুলিশি কাজের বিড়ম্বনাসহ তার দেখা অনেক বাস্তব বিষয়াদি এতে স্থান পেয়েছে। '৭০-এর ভোলার ঘুর্ণিঝড়ে লালমোহনে মৃতদেহ সৎকার, '৭০-এর ২০ জানুয়ারি থেকে ইয়াহিয়ার পনের দিন যাবৎ ঢাকায় অবস্থানকালের কিছু ঘটনা। অসহযোগ আন্দোলনের শুরুতে ঢাকার অবস্থা। ঝালকাঠি এলাকার অসহযোগ আন্দোলন এবং থানা থেকে অস্ত্র ও গুলি নিয়ে মুক্তি বাহিনীর ছেলেদেরকে নিয়ে ডুমুরিয়া আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগানে অবস্থান। ঐ এলাকায় পূর্বেই অবস্থানরত কমরেড সিরাজ শিকদারের সঙ্গে একত্রে সম্মিলিতভাবে পাকবাহিনীর উপর আক্রমণ ও সম্মুখ যুদ্ধ। কমরেড সিরাজ শিকদারের রাজনৈতিক দর্শন, আদর্শ এবং বিচক্ষণতা, গৌরনদীর হাসনাবাদ উজিরপুরের ধামুরা হয়ে মুজিব নগর গমন। ভারতের বশিরহাটের পিফা ইয়থ ক্যাম্পের এ্যাডজুটেন্ট হিসেবে ভারতীয় ক্যাপ্টেন এপি সিপাহ এর সাথে কাজ করা, পার্বত্য জেলার দুর্গম এলাকা বিলাইছড়ি-কক্সবাজার সাইক্লোন-মায়ানমারের রোহিঙ্গা শরণার্থী এবং ধীরাজ ভট্টাচার্যের যখন পুলিশ ছিলাম উপন্যাসের প্রেমগাঁথা টেকনাফের সেই মাথিনের কূপের পাশে স্মৃতিচারণসহ বিভিন্ন বিষয়াদি স্থান পেয়েছে এই বইটিতে।