হিজরী দ্বিতীয় সহস্রাব্দের শুরুর সময়ে ইসলামের ওপর হঠাৎ করেই ঘোর অমানিশা নেমে আসে। একক আধিপত্য আর নিছক খামখেয়ালীর বশে সম্রাট আকবর ‘দীনে ইলাহী’ নামে নতুন এক ধর্মব্যবস্থার প্রবর্তন করতে উঠেপড়ে লেগে যান। তার এই খামখেয়ালীর বিরুদ্ধে ঐশী হিম্মত নিয়ে বীরদর্পে রুখে দাঁড়ান ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফে সানী রহ.। বিশাল এক রাষ্ট্রশক্তির বিরুদ্ধে একা একজন ইমামে রব্বানী তার সংগ্রাম এগিয়ে নিয়ে যান। ইতিহাসের এই সংগ্রামী ধারা এগিয়ে যেতে থাকে যুগের পর যুগ ধরে। সুদীর্ঘ সময়ের মোঘল শাসন, এরপর বৃটিশ বেনিয়াদের জবরদখল করা শাসন, কোনো সময়ই ইসলামের অতন্দ্র প্রহরী উলামায়ে কেরাম নীরব হয়ে বসে থাকেননি। ইসলামী আদর্শ, মানবীয় মূল্যবোধ আর চিরায়ত ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরাম সংগ্রাম ও সাধনা এবং ত্যাগ ও কুরবানীর পরম পরাকাষ্ঠা দেখিয়ে গেছেন। সময় ও সমাজের নাড়ে হাত রেখে উপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তারা গড়ে গেছেন একটি আলোকিত ইতিহাস। মুসলিম উম্মাহকে ইতিহাসের সেই আলোকিত ভুবন দেখিয়ে গেছেন সায়্যিদ মুহাম্মাদ মিয়া তার কালজয়ী গ্রন্থ ‘উলামায়ে হিন্দ কা শানদার মাযী’তে। কালজয়ী সেই গ্রন্থের সরল বঙ্গানুবাদ ‘আমাদের অতীত আমাদের ঐতিহ্য’
Title
আমাদের অতীত আমাদের ঐতিহ্য (১-৪ ভলিউম) - (1-4 volume)
মাওলানা সায়্যিদ মুহাম্মাদ মিয়া রহ. ছিলেন একজন শেকড় সন্ধানী ঐতিহাসিক। রাজনীতির বিক্ষুদ্ধ ময়দানেও ছিল তার সরব পদচারণা। দরস ও তাদরীসের মসনদে তিনি ছিলেন একজন তুলনারহিত শিক্ষক ও শিক্ষাবিদ। একাধারে মুফতী, মুহাদ্দিস, মুফাসসির ও বিদগ্ধ আলেমেদ্বীন। নন্দিত আলোচক ও প্রজ্ঞাবান খতীব। তবে লেখালেখি ও রচনাকর্মতে তিনি সবচেয়ে বেশিগভীর হয়ে জড়িয়ে ছিলেন। তার ভেতরগত যোগ্যতা ও ব্যক্তিত্ব সবচেয়ে বেশিউদ্ভাসিত হয়ে উঠেছে কালি ও কলমের সাহচর্যে। সবকিছু ছাপিয়ে লেখক সত্ত্বাটাই তাকে সবচেয়ে বেশিবাক্সময় করে তুলেছে। বিভিন্ন বিষয়ে তার একাধিক রচনাবলী রয়েছে। তার যেকোনো একটা বই খুলে দেখলেই বোঝা যায়, লেখালেখির সাথে তার আত্মিক সম্পর্ক কতটা গভীর ছিল! ইসলামের ইতিহাস, বরেণ্য মনীষীদের জীবনী, স্বাধীনতা আন্দোলন, রাজনৈতিক ও জাতীয় বিষয়াবলী, সীরাত ও জীবনচরিত, ফিকহ ও ফতোয়া, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমাদ মাদানী রহ.-এর নির্বাচিত তাফসীর, এ সবই তার অনবদ্য কলমের কীর্তি। গল্প কাহিনীর রসালো কথা থেকে শুরু করে জাতীয় বিষয়ের ওজস্বী কথা; সবই আছে তার লেখায়। ছোট বড় সব মিলিয়ে তার পঞ্চাশেরও অধিক রচনা আজো স্মৃতির প্রদীপ হয়ে আলো ছড়িয়ে যাচ্ছে। তার প্রতিটি লেখায়ই উন্নত লক্ষ্য, চিন্তার খোরাক, নতুন কিছু ভাবনা, জীবন্ত চেতনা, সৃজনশীলতা, ভাষার সাবলীলতা আর আলোচনার সরলতা যেন খোদাই হয়ে আছে। তবে স্বীকার না করে উপায় নেই যে, তার রাজনৈতিক কলাম ও রচনা মান ও পরিমাণ; উভয় দিক থেকেই পাক ভারতের রাজনৈতিক অঙ্গনে এক তুলনারহিত সংযোজন। তার কয়েকটি রাজনৈতিক রচনার নাম নিচে তুলে ধরা হল। * উলামায়ে হিন্দ কা শানদার মাযী (৪খ-) * উলাামায়ে হক এবং তাদের সংগ্রামী অবদান (২খ-) * শায়খুল হিন্দের রেশমী রুমাল আন্দোলন * মাল্টার বন্দীবীর * জমিয়তুল উলামা কী ও কেন? (২খ-) এছাড়াও জমিয়তুল উলামা হিন্দের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রমের পরিচিতি তুলে ধরতে তিনি অসাধারণ ভূমিকা রাখেন। জমিয়তের বিভিন্ন কর্মসূচী ও দৃষ্টিভঙ্গির যৌক্তিকতা এবং বিরোধীদের আপত্তির যুৎসই জবাব সম্বলিত তার অসংখ্য রচনা পত্র পত্রিকায় ছাপা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন মুহূর্তে তার ঐতিহাসিক লেখা ও ফতোয়া বিদ্যুতের মতো আলোর ঝলকানি তুলে দিয়েছে। তার প্রতিটি লেখাতেই চেতনার দ্বীপ্তি আর সুপথের দিশা ঝলমল করে উঠে। ভাষা, সাহিত্য ও চেতনার এমন বিপ্লবী ঝংকার তার সময়ে আর কোনো কলমে ঝংকৃত হয়েছে কিনা সন্দেহ! জমিয়ত পাবলিকেশন্স সেই প্রতিষ্ঠাকাল থেকেই কীর্তিমান ঐতিহাসিক মাওলানা সায়্যিদ মুহাম্মাদ মিয়া রহ.-এর রচনাবলী প্রকাশে অগ্রণী ভূমিকা রেখে আসছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অনবদ্য রচনাগুলো সংগ্রহ করে সেগুলো প্রকাশ করা জমিয়ত পাবলিকেশন্সের অন্যতম একটি লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ অনেক দূর এগিয়েও গিয়েছে। সাহাবাদের সোনালী যুগ, মাল্টার বন্দীবীর, শায়খুল হিন্দের রেশমী রুমাল আন্দোলন, উলামায়ে হক এবং তাদের সংগ্রামী অবদান, আগামী বিপ্লবের রূপরেখা; জমিয়তের এসব বইগুলো ইতিমধ্যেই পাঠক মহলে বেশ সাড়া জাগিয়েছে। খোদার রহমের উপর ভরসা করে জমিয়ত এবার পাঠকের হাতে তুলে দিচ্ছে উলামায়ে হিন্দ কা শানদার মাযী। সায়্যিদ সাহেব এ রচনাটিও অত্যন্ত উতাল পাতাল ও বিক্ষুদ্ধ সময়ে সম্পন্ন করেছিলেন। ওই সময়টা জমিয়তে উলামায়ে হিন্দের জন্য খুবই কঠিন একটা পরীক্ষাকাল ছিল। সায়্যিদ সাহেবসহ জমিয়তের নীর্তি নির্ধারক সকল নেতৃবৃন্দই তখন একটা চরম সময় পার করছিলেন। চার খ-ে সমাপ্ত এই রচনা আশা করি সবার সামনেই নতুন কিছু তথ্য ও ইতিহাস পেশ করতে পারবে। সর্বোপরি পাক-ভারত স্বাধীনতা আন্দোলনের একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে কালোত্তীর্ণ এই রচনাটি।