আমাদের জীবন স্বল্প সময়ের এবং নির্দিষ্ট। সবাই যার যার নিজস্ব ব্যক্তিত্বের স্বতন্ত্রতা নিয়ে কোনো না কোনো উদ্দেশ্য থাকে বা লক্ষ্য থাকে। সেই উদ্দেশ্যের আকার, ঘনত্ব শুধু ব্যক্তিবিশেষে তারতম্য ঘটে। ছোট-বড় হয়। জীবনের চলতিপথে আমরা নানান মানুষের সাক্ষাৎ পাই, কেউ ক্ষণস্থায়ী, কেউ দীর্ঘস্থায়ী। কেউ আশীর্বাদ হয়ে আসে, কেউ আঘাত-ক্ষত নিয়ে আসে। সেসব আঘাতে আমরা থেমে গেলেও, জীবনের গতি থেকে পিছিয়ে পড়লেও জীবন কিন্তু থেমে থাকে না, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষের আগমনে আমাদের গন্ত্যবের নকশা পর্যন্ত আমরা বদলে ফেলি, জীবনকে অর্থহীন ভাবতে শুরু করি, অজান্তেই নিজেকে নিজের কাছে মূল্যহীন বিশ্বাস করাতে উঠে-পড়ে লেগে পড়ি। বিলিয়ন বিলিয়ন মানুষ থেকে শুধুমাত্র গুটিকয়েক মানুষকে আমাদের জীবন নিয়ন্ত্রিত হতে দিই, জান্তে-অজান্তে। কারণ আমরা নিজেদের ভালোবাসতে ভুলে যাই, অবমূল্যায়ন করতে করতে আপন সুপ্ত শক্তিকে চিনতে পারি না মাত্র গুটি কিছু মানুষের জন্য। অথচ আমাদের জীবনের মূল্য ওই গুটিকয়েক মানুষের চেয়ে হাজারগুণ বেশি। আমরা সবাই কিছু না কিছু প্রতিভা নিয়ে জন্মেছি, আর আমাদের অনেক কিছু আছে এই পৃথিবীকে, সমাজকে উপহার দেয়ার। শুধু দরকার জীবন পরিবর্তনে আপন শক্তিকে চেনা এবং তা প্রয়োগ করার।