"একজন প্রবাসী মুক্তিযোদ্ধার স্মৃতিকথা" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ ইংল্যান্ড প্রবাস থেকেও যিনি ভারতে এসে মুক্তিযােদ্ধের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আর্থিক সহায়তা দিয়ে মুক্তিযােদ্ধকে বেগবান করছেন শ্রদ্ধা ভরে স্মরণ করি এই বীর মুক্তিযােদ্ধাকে। “একজন প্রবাসী মুক্তিযােদ্ধার স্মৃতি কথা” বইটি একটি মুক্তি যােদ্ধের স্মৃতিগ্রন্থ। লেখক হাজি মনাফ মিয়া বইটিতে তাঁর যুদ্ধকালীন স্মৃতি চারণ করেছেন। যা নতুন প্রজন্মের কাছে ইতিহাস হয়ে কথা বলবে। এমনিতে দেশ স্বাধীন হয়নি এই মুক্তির সংগ্রামে বিভিন্ন জন বিভিন্ন উপায়ে সাহায্য সহযােগিতা করেছেন যা কোন দিন এই দেশ জাতি ভুলবেনা। যুদ্ধকালীন এই বীর মনাফ মিয়া দেশ জাতির টানে সুদুর ইংল্যান্ড থেকে ভারতে এসে যুদ্ধে অংশ নিয়ে মুক্তিকামী মানুষকে উৎসাহিত করে স্বাধীনতাকে ত্বরান্বিত করছেন। তাঁর এই স্মৃতি চারণ গ্রন্থ খানা আমাকে অনুপ্রাণিত করেছে। পাঠক সমাজে উহা সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। আমি গ্রন্থ খানার বহুল প্রচার কামনা করি। আমার জানামতে হাজি মনাফ মিয়া একজন সাদা মনের মানুষ। সদা হাস্য,সদালাপ এবং সংস্কৃত প্রিয়তা তাঁর স্বভাব। কিছুক্ষণ আলাপ করলে বুঝা যায় কত যে প্রিয় মানুষ এই গুনিজন। মানব প্রেম তাঁর সহজাত প্রবৃত্তি। তিনি নিজে একজন সংগীত শিল্পী,সংগীত লেখক এবং সংগীতানুরাগী। মুক্তিযুদ্ধকালীন তিনি প্রয়াত সংগীত শিল্পী আব্দুল জব্বারের সাথে গান করেছেন। আমি এই প্রবাসী বীর মুক্তিযােদ্ধা ও লেখকের দীর্ঘায়ু কামনা করি।