জন্ম : ১৫ মে ১৯৬৬; ফরিদপুর । পিতা : মরহুম মৌ, মােজাহার মােল্যা। মাতা : মরহুমা মমতাজ বেগম। শিক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ বি.এস.এস, (১৯৮৭) ও এম.এস.এস, (১৯৮৮) ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ ইতিহাসে এম.এ. (১৯৯২) ডিগ্রি লাভ | লেখালেখি : ৮০'র দশক থেকে শুরু। গবেষণার বিষয় : লােক-সংস্কৃতি ও উন্নয়ন বিজ্ঞান, বিশ্বশান্তি, যুব, শিশু, নারী, ক্রেতা অধিকার, মানবাধিকার, মাইক্রো ফিনান্স ও পরিবেশ-আন্দোলন বিষয়ক শতাধিক প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত | কবিতা ও ছন্দ সাহিত্য তাঁর গবেষণার অন্যতম ক্ষেত্র । বিজ্ঞান ও সাহিত্য বিষয়ক কয়েকটি ছোট পত্রিকা সম্পাদনা ছাড়াও দৈনিক ফরিদপুরসহ স্থানীয় পত্রিকার সাথে যুক্ত। প্রকাশিত গ্রন্থ : জননী সাহসিকা বেগম সুফিয়া কামাল (২০০২), বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু (২০০৪), বাংলা কবিতার ছন্দ ও আবৃত্তির প্রথম পাঠ (২০০৮), বেগম রােকেয়ার কথা (২০১০), শহীদজননী জাহানারা ইমামের কথা (২০১০), জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব প্রসঙ্গ বাংলাদেশ (যৌথ; ২০১০)। কর্মকাণ্ড : ছাত্রাবস্থা থেকে জেলা খেলাঘর, উদীচী, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা; এ ছাড়া জাতীয় কবিতা পরিষদ, কবি জসীমউদদীন পরিষদ, ফরিদপুর ললিতকলা একাডেমী, ভৈরবী সংগীত নিকেতন, ফরিদপুর সংগীত নিকেতন, আজকের প্রজন্মসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত। অন্যান্য ক্ষেত্র : গান, বক্তৃতা, বিতর্ক ও আবৃত্তি। স্বীকৃতি : সৃজনশীল সাহিত্যে অবদানের জন্য দৈনিক ফরিদপুর কর্তৃক প্রদত্ত গুণীজন সম্মাননা সনদ, কবি আবদুস সাত্তার গুমানী স্মৃতি পরিষদ কর্তৃক প্রদত্ত 'কবি আবদুস সাত্তার গুমানী স্মৃতি পদক', নির্ণয় শিল্পী গােষ্ঠী কর্তৃক প্রবন্ধ ও লােকগবেষণায় প্রদত্ত স্বর্ণপদক, কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃক লােকগবেষক সনদ এবং রাজেন্দ্র কলেজ কর্তৃক প্রদত্ত বিভিন্ন সনদপ্রাপ্ত। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে উন্নয়নকর্ম ও উন্নয়নমূলক গবেষণার সাথে জড়িত। বর্তমানে একটি খ্যাতনামা এনজিও-তে পরিচালক (প্রােগ্রাম) পদে কর্মরত এবং ফরিদপুরের চরকমলাপুরস্থ নিজ বাড়িতে বসবাস করছেন ।