প্রাণকৃষ্ণ বিশ্বাস লিখেন মানুষের নানা সুখ-দুঃখ নিয়ে। কিন্তু এবারে ভাষা আন্দোলন তথা ভাষা আন্দোলনের চেতনা ও তাৎপর্য নিয়ে ‘রক্তে ফোটা একুশ’ নামক এ গবেষণাধর্মী গ্রন্থটি লিখছেন। ভাষা আন্দোলন নিয়ে লিখেছেন এমন লেখক, গবেষক, কবি, সাহিত্যিকের সংখ্যা সমকালে কম নয়। একই বিষয়ের উপর ভিত্তি করে হলেও প্রত্যেকের স্বাতন্ত্র্য লেখার মাধ্যমে ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ চিত্রিত হয়েছে নানান স্বাদের শিল্প সাহিত্যধর্মী লেখার নিপুণ কারুকার্যে। পাঠক সমাজেও তা বেশ সমাদৃতও হয়েছে। ‘রক্তে ফোটা একুশ’ গ্রন্থটিও স্বাতন্ত্র্যধর্মী পাঠক তৃপ্তির এক অনবদ্য আবেদন নিয়ে আত্মপ্রকাশের প্রয়াস পেয়েছে । একবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের প্রথম ভাষা আন্দোলন সম্পর্কীয় একবিংশপদী স্বাতন্ত্র্য গ্রন্থ এটিই। ‘একবিংশপদী একুশটি কবিতা সাথে ভাষা শহীদদের সংক্ষিপ্ত জীবনী এবং ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ও অবিস্মরণীয় অবদান’ নিয়ে গ্রন্থটি রচিত। একবিংশপদী এই একুশটি কবিতার প্রতিটি কবিতা একুশ লাইনে সমাপ্ত হয়েছে। প্রতিটি লাইনে রয়েছে একুশটি বর্ণ। আবার প্রতিটি কবিতা তিনটি সমগাঠনিক সপ্তকে সৃষ্টি হয়েছে। প্রতিটি সপ্তকের প্রথম চার লাইনের দ্বিতীয় ও চতুর্থ লাইনে অন্তমিল এবং সপ্তকের পরবর্তী তিন লাইনের প্রতি লাইনে অন্তমিল রাখা হয়েছে।