জনপ্রিয় ৬ জন ভিনদেশি লেখকের ছয়টি গল্প নিয়ে এই গল্পগ্রন্থে। গল্পগুলোর বিষয়বস্তু প্রেম, ভালোবাসা, ঘৃণা এবং বিচ্ছেদ। একটি গল্প উত্তর-আধুনিক ধাঁচের। ফলে স্বভাবতই গল্প গ্রন্থের নাম দেওয়া হয়েছেÑ ‘প্রেম ও অপ্রেমের গল্প’। ফরাসী প্রেমপত্র : জাপানের টোকিও শহরের পটভূমিতে লেখা গল্পে পাঠক আবিষ্কার করবেন এক জাপানী তরুণীর সাথে এক ফরাসি যুবকের মিষ্টি প্রেমের গল্প। মানব যন্ত্র : গল্পটি সাবেক মাওবাদী চীনের পারমানবিক স্থাপনার ভেতরে একটি মহিলার তার স্বামীর সাথে পুনমিলনের গল্প। ড্রেসিংরুম : গল্পটি আবর্তিত হয়েছে দুজন মহিলা ও একটি ড্রেসিংরুম ঘিরে। দ্যা গার্ল আই হেট : গল্পে লেখিকা মোনা আওয়াদ মানুষের বিচিত্র স্বভাব ও মনোজগৎ তুলে ধরেছেন। গল্পের নামহীন প্রধান চরিত্রটিকে একই সাথে ভালোবাসা যায় এবং ঘৃণা করা যায়। লেখিকা সফল কারণ পাঠক অনুভব করতে পারে এমন ভাবাবেগ তিনি সৃষ্টি করতে পেরেছেন। সারস বউ : গল্পে বর্ণিত হয়েছে এক বিপর্যস্ত নারীর কাহিনী। যিনি তার বিয়ের অনুষ্ঠানের মাত্র দশ দিন আগে বিয়ে ভেঙে দিয়েছেন এবং একটি বিজ্ঞানসংক্রান্ত অভিযানে টেক্সাস উপসাগরে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। নির্লজ্জ : গল্পে প্রতারক নাগরিক পেশাজীবিদের আপাতদৃষ্টিতে সীমাহীন সরবরাহে বিরক্ত হয়ে কোর্টনি ও স্টেফানি কয়েকজন কাউবয়ের সাথে বন্ধুত্ব করতে টেক্সাসের দিকে যাত্রা করে।