বাণিজ্য কতটা হচ্ছে জানি না, তবে বইয়ের ফলন যে চাহিদার তুলনায় বেশি হচ্ছে তাতে সন্দেহ নেই। শত ফুল ফুটুকÑ এমন প্রত্যাশা সর্বজনীন হলেও এর যে কিছু নেতিবাচক দিকও রয়েছে তাও অনস্বীকার্য। প্রসঙ্গত সর্বাগ্রে সর্বসম্মত যে পর্যবেক্ষণটি এখানে তুলে ধরা যায় তা হলোÑ সামগ্রিকভাবে আমাদের প্রকাশনার মান নেমে যাচ্ছে। এমনিতেই বিত্ত ও প্রযুক্তিশাসিত এ কালের বহুমাত্রিক ব্যস্ততা ও বাস্তবতার চাপে যেখানে বইবিমুখতা বিপজ্জনকভাবে বাড়ছে, সেখানে অসম্পাদিত অপরিকল্পিত অবিন্যস্ত বইয়ের ভিড়ে পাঠক আরও বিভ্রান্ত হচ্ছেন। বাড়ছে তার বিরক্তি ও অরুচি। অন্যদিকে মুদ্রিত গ্রন্থে ভুল বানান, ভুল বাক্য ও ভুল তথ্যের আগ্রাসন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা ক্ষতিকর হতে পারেÑ তাও বলার অপেক্ষা রাখে না। প্রতিবারই বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার যাবতীয় হিসাবনিকাশ শেষে যে দীর্ঘশ^াসটি উচ্চকিত হয়ে ওঠে তা হলোÑ হাজার হাজার বই বেরোচ্ছে, কোটি কোটি টাকার বই বিক্রি হচ্ছে কিন্তু মানসম্পন্ন, মৌলিক ও গবেষণাধর্মী নির্ভরযোগ্য বইয়ের সংকট কাটছে না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে এসেও এ অতৃপ্তি ঘোচেনি; পূরণ হয়নি শূন্যতা। প্রতি বছর পাঠকের তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে লাখ লাখ শিক্ষার্থী। কিন্তু তাদের জন্য সেইসব অত্যাবশ্যক বই কি আছেÑ যা তাদেরকে একদিকে যেমন বইবান্ধব করে তুলবে, অন্যদিকে তেমনি তাদের সামনে তুলে ধরবে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সুদীর্ঘ সমৃদ্ধ ইতিহাস? আছে, তবে চাহিদার তুলনায় খুবই কম। অনেক ক্ষেত্রে তাও আবার নবীন শিক্ষার্থীদের জন্য ঠিক পাঠোপযোগী নয়। প্রসঙ্গত বলা প্রয়োজন যে, কোনো কোনো প্রতিষ্ঠান এ লক্ষ্যে যথেষ্ট কাজ করেছে ঠিক, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা বিদেশি ইতিহাস-ঐতিহ্যের প্রতি যতটা অনুরাগী ছিল, নিজ দেশের ব্যাপারে ঠিক ততটাই উদাসীন। আবু রেজার বইটি এদিক থেকে ব্যতিক্রম। তিনি গড্ডলপ্রবাহে গা ভাসাননি। বরং নজর দিয়েছেন দ্রুত বিলীয়মান লোকঐতিহ্য ও সংস্কৃতির এমন কিছু বিষয়ের দিকেÑ যা বর্তমান প্রজন্মের কাছে প্রায় অজ্ঞাতই বলা চলে। ‘আমাদের লোকঐতিহ্য আমাদের লোকশিল্প’ শিরোনামের বইটিতে তিনি যে একুশটি বিষয়ের অবতারণা করেছেন তার প্রত্যেকটি নিয়েই স্বতন্ত্র বই হতে পারে। তাতে যুক্ত হতে পারে যথেষ্ট সংখ্যক ছবিও। বঙ্গের ভাণ্ডারে যে বিবিধ রতন এখনো অবহেলায় অনাদরে পড়ে আছে তার সন্ধানে ভবিষ্যতের যে অভিযাত্রার জন্য আমরা উন্মুখ হয়ে আছি, তার সূচনা হিসেবে আবু রেজার এ বইটি পাঠক মহলে সমাদৃত হবে বলেই আমার বিশ^াস।