■ জীবনীগ্রন্থটি এমন এক শ্রেষ্ঠ মহামানবের, যার উপর স্বয়ং আল্লাহ ও তাঁর অগণিত ফিরিশতা এবং সকল মুমিন মুসলমান প্রতিনিয়ত অসংখ্য সালাত ও সালাম পাঠ করছেন। যার শ্রেষ্ঠ চরিত্রটি হুবহু আল-কুরআন। যার মুবারক চেহারাটি কুরআনের জ্যোতির্ময় পাতা। যিনি ওয়াহী ছাড়া একটি কথাও বলেন না। সত্যিকার মুমিন হতে চাইলে যাকে ভালবাসতে হবে নিজের পিতা-মাতা, সন্তানাদি সহ পৃথিবীর সকল মানুষ এমনকি নিজের প্রাণের চেয়েও অনেক বেশী। যার সকল আদেশ ও নিষেধ মান্য করা ফরছ। পৃথিবীতে কুরআন, আযান, ইকামাত এবং সালাতের মধ্যে যার স্মরণকে উঁচু করা হয়েছে এবং আখিরাতে আল-মাকামুল মাহমুদ, শাফা'আতে কুবরা ও হাউছে কাউছার তাঁকেই দান করা হবে বলে ওয়াদা করা হয়েছে। ■ জীবনীগ্রন্থটি এমন এক শ্রেষ্ঠতম মহামানবের, যার শুভাগমনে কেটে গেল আইয়ামে জাহিলিয়্যাতের সকল অমানিষ্য। যার উত্তম আদর্শের ছোঁয়ায় ধুয়ে মুছে সাফ হয়ে গেল শির্ক, কুফরী, পাপ-পঙ্কিলতা ও যাবতীয় কুসংস্কার। যার আগমনে নিঃশেষ হল সমাজের শোষণ, মারামারি, হানাহানি, অন্যায় ও অনাচার। যার ভালবাসায় সিক্ত হয়ে মহান সাহাবায়ে কিরাম জিহাদের ময়দানে নিজেদের মহামূল্যবান জীবন দান করেছেন অকাতরে। যার প্রেমে পাগল হয়ে নির্যাতিত অনেক সাহাবী নীরবে সয়ে গেছেন কাফিরদের শত-সহস্র নির্দয় আঘাত। যার একটু অপমান, কিঞ্চিৎ অসম্মানী ও সামান্য ব্যঙ্গ-বিদ্রুপ সইতে না পেরে তাঁরা শত শত মাইল দূরে গিয়ে শত্রুকে নির্মূল করেছেন জীবনবাজী রেখে। ■ জীবনীগ্রন্থটি এমন এক বরকতময় মহানবীর, যার ঝড়ে পড়া প্রতিটি মেহেদি রাঙ্গা দাড়ি, মাথার একগুচ্ছ সোনালী চুল, পরিধেয় সিরিয়ান জুব্বা, ইয়ামানী বুরদাহ, কালো রংয়ের পাগড়ি, খেজুর গাছের লাঠি, মুখের পবিত্র থুথুঘু, শিঙ্গা লাগানো রক্ত, শরীর করা থাম ও খেজুর পাতার চাটাই নিয়ে কাড়াকাড়ি লেগে গেল। যার বিরহে কেঁদে উঠল রিয়াম্বুল জান্নাতের মরা খেজুর গাছ। যার হাতের ইশারায় দ্বিখণ্ডিত হল আসমানের চাঁদ। চলার পথে যাকে সালাম দিল প্রতিটি গাছপালা, লতা-পাতা, পাথররাজী, বালুকণা ও জীবজন্তু। যার বরকতময় হাতে যবেহ হতে লাইন ধরে দাঁড়াল উটের বহর। আরও কত কী.... ■ জীবনীগ্রন্থটি এমন এক শ্রেষ্ঠনবীর, যার মহান আদর্শ থেকে ছিটকে পড়ার কারণে পৃথিবীব্যাপী মুসলমানদের আজ এমন অমর্যাদা। যার জীবনী লেখা হয়েছে অগণিত ও অসংখ্য। প্রাঞ্জল বাংলা ভাষায় রচিত এই গ্রন্থে পবিত্র কুরআন, সহীহ হাদীছ, বস্তুনিষ্ঠ ইতিহাস এবং বিশুদ্ধ সূত্রাবলীর উপর নির্ভর করা হয়েছে। যাবতীয় ইস্রাইলী বর্ণনা ও ভিত্তিহীন কিচ্ছা-কাহিনী থেকে সর্বতোভাবে মুক্ত থাকার চেষ্টা করা হয়েছে। প্রিয় পাঠক। তাই আসুন পতনোন্মুখ মুসলিম উম্মাহর অধঃপতন ঠেকাতে আমরা 'সীরাতে মুহাম্মাদ নামক এই আলোকবর্তিকাটি পৌঁছে দেই প্রতিটি ঘরে।