ভারতীয় উপমহাদেশ বর্তমানে তিনটি স্বাধীন দেশ-বাংলাদেশ, ভারত ও পাকিস্তান নামে বিশ্ব মানচিত্রে সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত। এর রয়েছে দীর্ঘ ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাস। এ দেশে ধর্মবিস্তার, সম্পদ লুণ্ঠন, বাণিজ্য করতে এসেছে। আরব, মধ্য এশিয়ান ও ইউরোপিয়ানরা। সবশেষে ব্রিটিশরা ব্যাবসার উদ্দেশ্যে ভারতে এলেও পরবর্তী সময়ে দেশীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। ব্রিটিশদের ভারতবর্ষ থেকে বিতাড়ন করতে শুরু হয় আন্দোলন-সংগ্রাম। আন্দোলন মানেই নেতা-কর্মী, জেল-জুলুম, অত্যাচার, ত্যাগ, মহত্ত্ব, বীরত্ব, বিশ্বাসঘাতকতা, বুদ্ধি-কৌশল ও দূরদর্শিতার খেলা। দীর্ঘ ১৯০ বছরের ব্রিটিশ শাসনের বিরোধিতায় বহু রাজনীতিবিদ ও মহান নেতার জন্ম হয়েছে। ভারতবর্ষ ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম হলেও অচিরেই পাকিস্তান ভেঙে পাকিস্তান ও বাংলাদেশের উদ্ভব হয়। এই তিনটি দেশ সৃষ্টিতে যেসব নেতা অবদান রেখেছেন তাদের মধ্য থেকে ১০ জনকে নির্বাচন করে আলোচ্য গ্রন্থটি রচনা করা হয়েছে। আলোচ্য নেতাদের নিয়ে অনেক গ্রন্থ রচিত হলেও এই গ্রন্থে তাঁদের জীবন, কর্ম ও অবদানকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। গতিশীল জীবন ও কর্মপ্রবাহে দীর্ঘ কিছু পড়ার সময় ও ধৈর্য অনেকের না-থাকলেও জানার অদম্য ইচ্ছে রয়েছে। বাস্তব এসব দিক। বিবেচনায় নিয়ে উপমহাদেশের শ্রেষ্ঠ দশ রাজনীতিবিদ গ্রন্থটি গ্রন্থনা করা হয়েছে, যা পাঠকের ভালো লাগবে বলে আশা করা যায়।
ড. ডি. এম. ফিরোজ শাহ্, জন্ম ০১ আগস্ট ১৯৬৯, কুতুবপুর, শিবচর, মাদারীপুরে। স্বনামধন্য চিকিৎসক পিতা ডা. মমিন উদ্দিন আহমেদ এবং মা রহিমা বেগমের ষষ্ঠ সন্তান তিনি। পেশা অধ্যাপনা। বর্তমানে তিনি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় কর্মরত রয়েছেন। একজন শিক্ষক প্রশিক্ষক হিসেবে দেশব্যাপী সুখ্যাতি থাকলেও ভালো লাগে নজরুলের দুরন্তপনা, শরৎচন্দ্রের বোহেমিয়ান জীবন, বুদ্ধদেবের নিসর্গ আর সৈয়দ মুজতবা আলীর দেশ ভ্রমণ। এশিয়া, ইউরোপ ও আমেরিকার বহু দেশসহ বাংলাদেশের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছেন। মধ্যরাতের সুনসান নিরবতা আকর্ষণ করে প্রবলভাবে, খরতাপে ভিজতে ভালো লাগে, পাহাড়ের উচ্চতা আশা জাগায়, সমুদ্রের গভীরতা ভাবতে শেখায়। নদী-নারী-প্রকৃতি এ নিয়ে তাঁর কৃতি। মানব-মন, দ্বন্দ্ব, সংঘাত, প্রেম, ঈর্ষা আর আশা এ সবের প্রতি নিগূঢ় ভালোবাসা। নানা ধরনের রচনার সংখ্যা প্রায় ৪০টি। ১৯৯৬ সাল থেকে একাডেমিক গ্রন্থ রচনায় নিয়োজিত রয়েছেন। তাঁর বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্বদ্যিালয় ও সরকারের টিকিউআই প্রকল্প কর্তৃক অনুমোদিত হয়েছে। মিতা ট্রেডার্স থেকে প্রকাশিত বিএড কর্মসূচির আলোচিত বইসমূহ হলো- ভূগোল শিক্ষণ, মাধ্যমিক শিক্ষা, শিখন-শেখানো দক্ষতা ও কৌশল, শিক্ষায় গবেষণা ইত্যাদি। আগামী প্রকাশনী থেকে ২০০৬ সালে প্রকাশিত হয় আলোচিত গল্পগ্রন্থ হৃদয়ে রক্তক্ষরণ এবং ২০০৭ সালে ইরাবতী। ২০১৯ সালে তাঁর আলোচিত ভ্রমণ কাহিনী ফিলিপাইন: রহস্যঘেরা এক মায়াবী দ্বীপরাষ্ট্র, ২০২০ সালে বঙ্গবন্ধুর শিক্ষাসংক্রান্ত কর্ম নিয়ে গবেষণামূলক গ্রন্থ বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, ২০২১ সালে উপমহাদেশের শ্রেষ্ঠ দশ রাজনীতিবিদ, ২০২২ সালে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন ও গারো পাহাড়ের খোঁজে (ভ্রমণ কাহিনি) আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়।