"নেমেসিসের ঘরবাড়ি"- নামটি দেখে মনে প্রশ্ন জাগতে পারে-- নেমেসিস কে? কেনো? আপনি নেমেসিস তুমি নেমেসিস হ্যাঁ হ্যাঁ তোরা সবাই নেমেসিস। পুরো বাংলার ঘরে ঘরে আজ নেমেসিস। নেমেসিস হলো এমন এক গ্রিক চরিত্র, যে কিনা প্রতিদ্বন্দ্বী, প্রতিবাদী, প্রতিহিংসা আর নৈতিকতা একই সাথে বুকে লালন করে বাহ্যিক শক্তিকে সৌন্দর্যে রূপ দিয়ে আভ্যন্তরিন অহঙ্কার পতনের এজেন্ট হিসেবে দুষ্টামি নষ্টামির শাস্তি দিয়ে ভালো গুণকে পুরস্কৃত করতে পারে।
যেমন শেক্সপিয়রের হ্যামলেট তার বাবা হত্যার প্রতিশোধ নিয়ে ক্লডিয়াসের পতন ঘটিয়ে বিশ্ব ইতিহাসে ক্লডিয়াসের নেমেসিস হিসেবে অমর।তেমনি আমরা বাংলাদেশীরা এক জাতি। প্রত্যেকেই একএকজন পিতা হত্যার প্রতিশোধের আগুন মুখে আগুয়ান দেবদূত।
বাঙ্গালীরা ঐশী প্রতিশোধের আত্মা। সৃষ্টিশীল উল্লাসে দুষ্ট দমনে অমঘ নিয়তি। আমরা ঐক্যের নেতৃত্বে প্রকৃতিতে, পাহাড়ে, সাগরে, নায়ে অলঙ্ঘ্য ঐক্যবিধায়ক সূত্রে নির্মাণ করেছি নেমেসিসের ঘরবাড়ি।
ফটোগ্রাফার এবং প্রচ্ছদ শিল্পী আনোয়ার সেলিমের স্যারের অনন্য বাংলার পথিকৃৎ প্রকৃতির ৫০ টা ছবির সাথে আমার হিবিজিবি লেখা ৫০ টা। তাহলে কি দাঁড়ালো? ছবি ৫০ লেখা ৫০= শতবর্ষে "নেমেসিসের ঘরবাড়ি"। প্রকাশক শায়লা রহমান তিথি এবং পাশা মোস্তফা কামাল ভাইয়ের আন্তরিক যত্নে ঝুমঝুমি প্রকাশন থেকে প্রকাশিত হলো-- "নেমেসিসের ঘরবাড়ি"।