The land question is a politically emotive yet constitutionally forgotten issue in Bangladesh. In this seminal work, the author examines the major land laws of Bangladesh and presents a thorough story of land law politics as a central thrust to the colonial and post-colonial enterprise. The author shows how the land enactments in a developing post-colonial jurisdiction like Bangladesh have gone towards the disadvantage of the peasants and suggests what further role the law can play in addressing their poverty. After the 1947 Partition, the abolition of the zamindary system (landlordism) offered an opportunity to carry out radical redistributive land reform in Bengal. So was the case with post-independence settings after 1971. Unfortunately, both opportunities went astray. The Bangladeshi land laws are complex, vague and dominated by politics. The land law regime has structural loopholes and ideological drawbacks, which are enough to make reform attempts dysfunctional. The author interprets poverty as a mutually reinforcing deprivation where the land law is a major participant. He argues that poverty will persist unless the law addresses the true reasons for poverty and a pro-poor approach to land reform is pursued. The author effectively situates the land law in the context of legal history and poverty, exposes the gap between "law" and "land", and proposes a redistributive land reform for Bangladesh.
ড. বিল্লাহ আইনের শিক্ষক। তবে তিনি আইনকে আইনের খোলসমুক্ত করার কাজে আছেন। তাঁর আইনি মানসে ও ব্যাখ্যায় মানুষের অশ্রু, ঘাম আর রক্তের দরদ টের পাওয়া যায়। পড়াচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ভূমি আইনের রাজনীতি ও কৃষকের দারিদ্র নিয়ে পিএইচডি করেছেন নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন থেকে। তাঁর অভিসন্দর্ভটি ২০২১-এ বই আকারে প্রকাশ হয়েছে ইউপিএল থেকে। বিদগ্ধ মহলে বইটি আদৃত হয়েছে। আইনকে কড়কড়ে দারুন পরিশীলিত বাংলায় প্রকাশ করে লিখেছেন "আইনের ভাব ও অভাব" নামে আরেকটি বই (পলল, ঢাকা, ২০১৯)। ধর্মীয় অনুভূতির সাংবিধানিক স্বরূপ নিয়ে বাংলাদেশ অধ্যায় লিখেছেন হার্ট থেকে প্রকাশিত এবং প্রফেসর থিও লি এন এবং জ্যাকলিন নিও সম্পাদিত 'রিলিজিয়াস অফেন্সেস ইন কমন ল এশিয়া' বইয়ের। দেশি বিদেশী জার্নালে প্রকাশ করেছেন মানবাধিকার, লিগ্যাল হিস্ট্রি ও সংবিধানিকতাবাদ নিয়ে গোটা দশেক গবেষণা প্রবন্ধ। বক্তব্য দিয়েছেন ভারত, নেপাল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক, আমেরিকা এবং থাইল্যান্ডে। ২০১৯ সালে আমন্ত্রিত ভিজিটিং স্কলার হিসেবে গিয়েছেলিন দক্ষিণ আফ্রিকার স্টেলেনবশ ইউনিভার্সিটিতে। টিভি টক শো ও পত্রিকায় জাতীয় ও আন্তর্জাতিক নানান ইস্যুতে থাকছেন সরব।