প্রতিটি আদর্শ ও সভ্যতার ভীত রচিত হয় কিছু বিশ্বাসকে কেন্দ্র করে। বিশ্বাসের ভিত্তিতেই মানুষের নীতি নৈতিকতা, জীবনাচার ও সংস্কৃতি গড়ে ওঠে। মানুষের পারস্পারিক সম্পর্ক, রীতিনীতি এবং একে অপরের প্রতি সহানুভুতি প্রকাশের মাত্রাও তাঁর বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত। জীবনের প্রতিটি ক্ষেত্রেই মানুষের সব কাজের উপরই তাঁর বিশ্বাসের কিছু না কিছু প্রভাব থাকেই। আর এগুলো সবই মানুষের দ্বীনের অংশ। আর আল্লাহ তাআলার নিকট দ্বীন হল একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন দ্বীন আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। অন্য সকল দ্বীনের মত ইসলামের ভিত্তিও প্রতিষ্ঠিত হয়েছে কিছু বিশ্বাসের উপর। একজন ব্যক্তিকে মুসলিম হতে হলে কালিমা পাঠ করতে হয়। আর কালিমা পাঠের সাথে সাথেই ব্যক্তির কিছু নির্দিষ্ট বিষয়ে বিশ্বাস করা আবশ্যক হয়ে যায়। যদি সে কালিমা পাঠ করে কিন্তু ঐ বিষয়গুলোতে বিশ্বাস না রাখে তবে কালিমা পড়া সত্তেও সে মুসলিম হতে পারবে না। এই বিশ্বাসের কারণেই মানুষ জান্নাতে যাবে আবার এগুলোকে অস্বীকার করার মাধ্যমেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামের উপযুক্ত হবে (বিইযনিল্লাহ) । ইসলামের ভিত্তি মৌলিক ও আবশ্যিক এই বিশ্বাসগুলোই হল ইসলামী আকীদা। প্রতিটি মুসলিমকেই জানতে হবে মৌলিক এই আকীদা গুলো। আর এটাও জানতে হবে কিভাবে একজন ব্যক্তি ইসলাম ও মুসলিম জামাত থেকে বের হয়ে যায়। আকীদা সম্পর্কিত বইগুলো সাধারণত বেশ জটিল ও বৃহদাকার হয়ে থাকে । কিন্তু সাধারণ মানুষের পাঠ্যপোযোগী সংক্ষিপ্ত একটি আকীদার কিতাব বাংলা ভাষায় বেশ অপ্রতুল। ‘আমি ঈমান এনেছি’ বইটি এই অভাব পুরণ করবে বলেই আমাদের বিশ্বাস (বি ইযনিল্লাহ)। শাইখ আবদুল আযিয আত তারিফী হাফিজাহুল্লাহ এর ‘ফুসুলুন ফিল আকীদা’ ও ‘আল-ইলাম-বিতাওযিহি নাওয়াকিদিল ঈমান’ অবলম্বনেই বইটি লেখা হয়েছে। তবে শাইখ মুহাম্মাদ বিন আবদুল ওয়াহহাব এর নাওয়াকিদুল ইসলাম, ঈমাম ত্বহাভী এর আকিদাতুত ত্বহাভী সহ আরো অনেক নির্ভরযোগ্য কিতাবের সাহায্য নেওয়া হয়েছে। তবে সকল বিষয়ে দলিল হিসাবে মুলত কুরআন ও সুন্নাহকেই ব্যবহার করা হয়েছে। এই বইটি পড়লে একজন ব্যক্তি খুব সহজেই সামগ্রিক আকীদা গুলো জানতে পারবে। জানতে পারবে ঈমান ভঙ্গের মৌলিক কারণগুলি। একই সাথে তাকফীরের ব্যাপারে সংক্ষিপ্ত সতর্কতাও রয়েছে। দাওয়াহ’র জন্য বইটি খুবই উপযোগী। সাধারণ মুসলিম কিংবা কাফির-মুশরিকদের ইসলাম সম্পর্কে সামগ্রিক ভাবে জানার জন্য বইটি সহায়ক হবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা বইটিকে কবুল করুন এটাই আমাদের প্রার্থনা।