বর্তমানে সংবাদ প্রবাহের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে মোবাইল ফোন। মুহূর্তের মধ্যে যেকোনো ঘটনা ছড়িয়ে পড়ছে মোবাইল ফোনে। এতে করে সাংবাদিকতার গতি-প্রকৃতি যেমন বদলে যাচ্ছে, তেমনি তথ্যবিভ্রাট ও গুজব বেড়ে যাওয়ার ঝুঁকিও বেড়েছে অনেকগুণে। ইতোমধ্যে বহির্বিশ্বে মোবাইল সাংবাদিকতার (মোজো) চর্চা শুরু হলেও আমাদের দেশে মোজো বিষয়টি অনেকটা নতুন। অপ্রতুল ধারণার ফলে দেশে বাংলা ভাষায় মোজো বিষয়ে বই নেই বললেই চলে। পেশাদার সাংবাদিক ও সর্বস্তরের মোবাইল ফোন ব্যবহারকারীরা যাতে গণমাধ্যম স্বীকৃত উপায়ে ‘মোবাইল সাংবাদিকতা’ করতে পারে সেই লক্ষ্যেই “মোবাইল সাংবাদিকতা : ধারণা ও কৌশল” বইটি লেখা। বইটিতে প্রযুক্তিগত জটিলতা ছাড়াই সাংবাদিকতার বুনিয়াদি জ্ঞানের পাশাপাশি মোজো’র ধারণা, প্রেক্ষাপট, বিবর্তন, সুযোগ- সুবিধা, সময়োপযোগিতাসহ অতি প্রয়োজনীয় মোবাইল অ্যাপ, সরঞ্জামাদি ব্যবহার করে মোজো’র কৌশল সবিস্তারে আলোচনা করা হয়েছে। বিশেষ করে অতি প্রযুক্তির মারপ্যাঁচে না পড়ে একদল মোজো সাংবাদিক কীভাবে শুধুমাত্র স্মার্টফোন দিয়ে মাঠপর্যায়ের সাংবাদিকতা করছেন তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে বইটিতে। বলা যায়, বইটি সাংবাদিকতার শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও মোবাইল ফোন ব্যবহারকারীদের মোবাইল সাংবাদিকতা শেখার ব্যবহারিক ‘গাইড বই’ হিসেবে সহায়ক ভূমিকা রাখবে।