বাংলাসাহিত্যে সাজজাদ হোসাইন খান একজন খ্যাতিমান শিশুসাহিত্যিক। ছড়াশিল্পী হিসাবে তিনি ব্যাপকভাবে পরিচিত। তবে তিনি শুধু ছড়াই লেখেন না, লেখেন আরো অনেক কিছু। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কলাম, বিশেষ করে ছোটদের রচনায় তিনি সিদ্ধহস্ত। ছড়ার মতো গল্পের ভাষাকেও করে তোলেন আকর্ষণীয়। থাকে অলঙ্কার এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত। ‘সোনালী শাহজাদা’ তেমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিহাসের সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি চমৎকার কিশোরগল্পের বই। বইটি শিশুকিশোরদের জন্য লেখা হলেও ছোট-বড় যে কারো ভালো লাগবে। পাঠক পাঠ করা মাত্র পেয়ে যাবে সুন্দরের অনিন্দ্য ঠিকানা। সাজজাদ হোসাইন খান-এর জন্ম ১৯৪৮ সালের ১৬ মে। পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ঘাটুরা গ্রামের খাঁ পরিবারে। পিতা মরহুম সফিকুল হোসেন খান বাংলাদেশ ডাকবিভাগের একজন উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। মাতা মরহুম আয়েশা খাতুন। পেশা: সাংবাদিকতা। সদস্য: জাতীয় প্রেসক্লাব, বাংলা একাডেমি, জীবনসদস্য: বাংলাদেশ ইতিহাস পরিষদ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এর মধ্যে পেয়েছেন পারাবত সাহিত্য পুরস্কার, স্বদেশ সাহিত্য সংস্কৃতি সংসদ সাহিত্য পুরস্কার, লেখা প্রকাশ সাহিত্য পুরস্কার, কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার, রকীবুল ইসলাম ছড়াপদক, শব্দশীলন সাহিত্য পুরস্কার, সিএনসি সৈয়দ আলী আহসান পদক-২০২০।