“দি অনার কোড” - একজন সাধারণ ব্যক্তির একটি অসাধারণ পেশার ইতিবৃত্ত। এটি মূলত একজন সেনা অফিসারের একুশ বছর কর্মজীবনে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাসমূহের একটি একক সংকলন। জীবনে “সফলতা মানেই সাফল্য” এই বোধ শক্তি থেকে বের হয়ে সফলতা এবং ব্যর্থতার মধ্যকার ব্যবধান কিভাবে কিংবা কী উপায়ে কমিয়ে আনা যায়?br অল্পতে সন্তুষ্ট থাকা যায়, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে এসে সামগ্রিক প্রেক্ষাপটে নিজের অবদানকে কিভাবে মূল্যায়ন করা যায়? এইসব বিষয়গুলো লেখক চেষ্টা করেছেন বিভিন্ন ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করতে। “দি অনার কোড” - হতে পারে একজন সামরিক অফিসারের জীবন জানার এবং জানাবার জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটি প্রয়াস। “দি অনার কোড” - একজন সাধারণ ব্যক্তির একটি অসাধারণ পেশার ইতিবৃত্ত। এটি মূলত একজন সেনা অফিসারের একুশ বছর কর্মজীবনে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাসমূহের একটি একক সংকলন। জীবনে “সফলতা মানেই সাফল্য” এই বোধ শক্তি থেকে বের হয়ে সফলতা এবং ব্যর্থতার মধ্যকার ব্যবধান কিভাবে কিংবা কী উপায়ে কমিয়ে আনা যায়?br অল্পতে সন্তুষ্ট থাকা যায়, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে এসে সামগ্রিক প্রেক্ষাপটে নিজের অবদানকে কিভাবে মূল্যায়ন করা যায়? এইসব বিষয়গুলো লেখক চেষ্টা করেছেন বিভিন্ন ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করতে। “দি অনার কোড” - হতে পারে একজন সামরিক অফিসারের জীবন জানার এবং জানাবার জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটি প্রয়াস।
মেজর আহমদ মুক্তাদা মনোজ ৮ আগস্ট ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন। বাবা সামরিক অফিসার হওয়ার সুবাদে সেনা পরিমণ্ডলেই তার শৈশব-কৈশোর অতিবাহিত হয়েছে। ১৯৮৫-১৯৯১ সাল পর্যন্ত পড়াশুনা করেছেন বরিশাল ক্যাডেট কলেজে। ১৯৯২-১৯৯৩ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সফলতার সাথে মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষ করে গোলন্দাজ পরিবারে সামরিক অফিসার হিসেবে যোগ দেন। চাকরির প্রয়োজনে তিনি কখনো গোলন্দাজ ইউনিটের কর্মকর্তা, কখনো গোয়েন্দা কর্মকর্তা এবং কখনো বা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিশ্রমী এবং সদালাপী এই সামরিক কর্মকর্তা ২০১৫ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি আর্ন্তজাতিক শ্রম সংস্থায় কর্মরত।