বইটি সম্পর্কে কিছু কথা: ' ঈমানের পর আমল খুব গুরুত্বপূর্ণ, আল্লাহ তা'লা ঈমান আনার পরেই নেক আমলের কথা উল্লেখ করেছেন আর আমলের মাধ্যমেই গুনাহের পাল্লার চেয়ে নেকির পাল্লা ভারি করতে পারলেই কাঙ্ক্ষিত জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ তা'য়ালা আমাদের জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। বইটাতে জান্নাত লাভের ১৭০ টি আমল রয়েছে যা কুরআন এবং সহীহ হাদিস থেকে চয়ন করা আলহামদুলিল্লাহ। বইটা করতে প্রায় ১১ বছরে ৮০০ এর মত বইয়ের সাহায্য নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, যখনই এমন কোন হাদিস চোখের সামনে পেতাম যেই হাদিসে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই এই আমল করলে জান্নাত তখনই সেই হাদিসটা টুকে নিতাম এবং পরে সেটার তাহক্বীক দেখে সহীহ নাকি যইফ নির্ণয় করে সহীহ হলেই কেবল সংগ্রহে রাখতাম। বইটার মাধ্যমে আল্লাহর কোন একজন বান্দার একটা আমলও যদি কবুল হয়ে জান্নাতে যেতে পারেন সেটা আমাদের জন্য হবে সবচেয়ে বড় পাওয়া। আমাদের নিয়ত আছে সারা দেশের সমস্ত মসজিদের ইমামদের কাছে বইটি পৌছে দেওয়া যাতে করে তাদের মাধ্যমে ঐ মসজিদের মুসল্লিগন রেফারেন্স ভিত্তিক সঠিক জান্নাতি আমল শিখতে পারেন তবে এটা বেশ কঠিন উদ্যোগ, আল্লাহ তা'লা চাইলেই কেবল সহজ হতে পারে, আল্লাহুল মুস্তায়ান। আল্লাহ যেন আমাদের নিয়তকে কবুল করেন। শাইখ আবদুল্লাহ শাহেদ আল মাদানী (হাফি.) বইটার শারঈ সম্পাদনা করেছেন, শাইখসহ বইটার সাথে সংশ্লিষ্ট সকলকেই আল্লাহ তা'য়ালা উত্তম জাযা দিন। বইটা নিয়ে বাড়িতে, মসজিদে, প্রতিষ্ঠানে সবাই একত্রে বসে জান্নাতি আমল নিয়ে আলোচনা করতে পারেন ইন শা আল্লাহ