‘কলনবিলাস’ শব্দটি দিয়ে আসলে কী বোঝায়? এ নামটি শুনে অবাক হবেন না এমন মানুষ খুব কমই আছেন। অথচ মাধ্যমিকের পড়ুয়াও জানে গণিতে ‘ক্যালকুলাস’ নামে জটিল একটা শাখা আছে। ক্যালকুলাসের বাংলা নাম কিন্তু ‘কলনবিদ্যা’। এখন কথা হচ্ছে ক্যালকুলাস দিয়ে কী হয়? ছোট করে বললে ক্যালকুলাস হলো গণিতের সবচেয়ে আধুনিক শাখা। এর মধ্য দিয়ে প্রকৃতির অনেক নিয়ম ব্যাখ্যা করা সহজ ও অপরিহার্য। যারা গণিত আর বিজ্ঞানকে উপভোগ করতে চান, তাদের কাছে ক্যালকুলাস মানেই গণিতের এক অসাধারণ শাখা। অথচ এমন অনেকেই আছে যাদের কাছে পদার্থবিজ্ঞান অতিপ্রিয়, কিন্তু গণিতে ভীতির কারণে পদার্থবিজ্ঞান পড়তে পারছে না। আবার অনেকেই মজাদার, রোমাঞ্চকর ক্যালকুলাসকে ভয় পেয়ে বাদ দিয়ে দিচ্ছে, পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য মুখস্ত করছে। কারণ একটাই ক্যালকুলাস নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে পারে, বিষয়টাকে অনুভব করাতে পারে, ক্যালকুলাসের গল্প শোনাতে পারে— এমন কেউ নেই। এ বইটা সব শ্রেণির পাঠকের জন্যই। মাঝে মাঝে এই বই গল্প শোনাবে, কথা বলবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে, হাসাবে। সব মিলিয়ে ক্যালকুলাসকে উপভোগ ও বিলাসিতা করার জন্য একটা হাতিয়ার। তাহলে শুরু করা যাক কলনবিলাস।