ফ্ল্যাপে লিখা কথা যৌবনকে ভোগ বা আস্বাদন করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। স্বাস্থ্য রক্ষা করতে হলে স্বাস্থ্য বিধি জানতে হবে এবং সচ্চরিত্রবান হতে হবে। সচ্চরিত্রই দেহের যৌন বিকর্ষণকে সংযম করে রাখতে পারে। যৌবনকে ভোগে আনতে হলে স্বাস্থ্য চরিত্র, সংযম বিষয়ে অনেক জ্ঞান চর্চা করতে হবে এবং যৌন সংক্রান্ত আদি অন্ত শিক্ষা, ধ্যান-ধারনা ও অভিজ্ঞতার প্রয়োজন। অথচ এ দেশের যৌন আচার গুপ্ত রহস্য। যৌন চর্চা লজ্জার ব্যাপার। ইহা গুপ্তই রবে বলে বিবেচিত। এ বিষয়ে আলাপ আরোচনা লজ্জাস্কর বা পাপের কাজ, কেউ কেউ এ ধারনা বা মন্তব্য করে থাকেন। তাই পিতা-মাতা, ভাই-বোন, শিক্ষক-শিক্ষয়ত্রীদের নিকট হতে যৌন বৃত্তান্ত শিখতে বা জানতে পারে না।
সূচিপত্র * যৌন প্রসঙ্গ * যৌন আলোচনা * যৌবনের ধারা ও বিপর্যয় মুহুর্ত * শৈশব কাল * যৌবন : পুর্ণ যৌবনের বা ভরা যৌবনের ধারা * পৌঢ় * পুরুষ ও নারীর পর্যায় * সৃষ্টি রহস্য * আত্মা, বিবেক, মন * কাম বা যৌন তাড়না * প্রেম ও প্রণয় * অবৈধ প্রেম * প্রণয় * মোহন-মোহিনী * চরিত্র ও চরিত্র গঠনের উপায় * চরিত্র গঠনে পরিবেশ ও সমাজ * সংযম বা তাকোয়া পরহেজগারী * বিবাহ * বাল্য বিবাহ * অধিক বিলম্বিত বিবাহ * বিধবা বিবাহ * যৌন বোধ ও তার স্বরূপ * যৌন বোধের পর্যায় * যৌন উত্তেজনা উন্নয়ন ও দমন * চরম পুলক মুহূর্ত * চরম পুলক মুহূর্তের বিভেদ * আত্মরতি ও বীর্য ধারণ * আত্মরতির উন্মত্ততার কারণ ও নিবারণ * বালেক হওয়ার বা যৌন ভোগের সময় * পাত্র-পাত্রী নির্ধারণ * এক পত্নীক বিবাহ ও বহুপত্নীক বিবাহ * বাসর ও যৌন ভীতি * সহবাস বিধি আসন ও রতিকালের স্থায়ীত্ব বৃদ্ধি * সহবাসের মূখ্য উদ্দেশ্য * সহবাসের সুফল ও কুফল * সহবাসের নিষিদ্ধ সময় ও স্থান * ঋতুকাল ও গর্ভধারণ * গর্ভের পরিচর্যা * সন্তান প্রসব ও ধাত্রীর কর্তব্য * শিশু পরিচর্যা * যৌন শিক্ষা * যৌন স্বাস্থ্য ও সমস্যা * জন্ম নিয়ন্ত্রণ * সংসার ও দাম্পত্য সুখ * স্বামী-স্ত্রী * যৌন রোগ ও প্রতিকার * রোগ ও প্রতিকার * মানব জীবন ও পরিণতি