ভূমিকা হে আল্লাহ ! যে সৃষ্টির উদ্দেশ্যে তোমার এ মহাসৃষ্টির উদ্ভব, সেই পবিত্র সৃষ্টির নামেই দু এক কলম লিখতে বসলাম। জ্ঞানী-বিজ্ঞানী, কবি-সাহিত্যিক যাঁর ধ্যানে মত্ত, ওলি-গাউস, কুতুব-ফকির যাঁর নামে পাগল, জীবজন্তু, কীট-পতঙ্গ, জ্বীন-এনসান যাঁর বানীতে মুগ্ধ, আকাশ-বাতাস, চাঁদ-সুরজ যাঁর সেবায় ধন্য, সেই মহাবিজ্ঞানীর বৈজ্ঞানিক পদ্ধতির ধারা এবং তাঁর সর্বজনস্বীকৃত ফলাফল লিখবার সামান্য একটু ক্ষমতা আমার কলমে দিও। আমার ধ্যান, আমার জ্ঞান, আমার বিদ্যা, আমার বুদ্ধি এ একটিমাত্র কাজেই নিয়োজিত করবার শক্তি দিও। ভুল করে ডুবতে গেলে হাত ধরে তুলে দিও, পথ থেকে সরে গেলে আলোর পথ দেখিয়ে দিও।
হে রহমানুর রহিম! মানুস হিসাবে জন্ম দিয়েছ, মানুষ হিসাবে মরতে দিও, মানুষ হিসাবে তোমার প্রিয় রসুল হজরত মুহাম্মদ (দঃ)-কে চিনতে দিও। আমিন