ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে ইসলাইল ও মুসলমানদের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। বিশেষ করে ইসরাইল নামে ইহুদী রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর থেকে এ বিরোধ চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিন মুসলমানদের সমূলে ধ্বংস করার জন্য নিত্য নতুন ফন্দি ও কৌশল আবিষ্কার করে ইসরাইল। চলমান এ বিরোধটি প্রকৃতপক্ষে মুসলমানদের সাথে ইহুদী জাতির চিরন্তন দ্বন্দ্বের ধারাবাহিকতা মাত্র। এ প্রসঙ্গে ইহুদী কারা? তাদের মানসিকতা কী? তাদের উত্থান-পতনের কারণ কী? মুসলমানদের সাথে তাদের বিরোধের আসল কারণ কী? এসব মৌলিক প্রশ্নের উত্তর পেতে সুবিধা হবে এ বইটিতে। এছাড়াও ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র স্থাপনের আগের ও পরের আন্তর্জাতিক চক্রান্তগুলোর পেছনে যারা রয়েছে এবং বর্তমান বিশ্বের ঘটনাপ্রবাহ নিয়ন্ত্রণে যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে, সেই ইহুদী সম্প্রদায়ের ব্যাপারে অবহিত হওয়ার পক্ষে এটি একটি সহায়ক গ্রন্থ। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যেই জনগোষ্ঠীটি বিশ্বে সবচেয়ে দুর্দশাগ্রস্ত ছিল, তারা এখন কীভাবে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করছে, তাদের পরিকল্পনা ও কর্মসূচি কী সুদূরপ্রসারি ছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে তারা কী মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, এ বইয়ে তা আলোচিত হয়েছে সবিস্তারে।