কবিতা শিল্পের নান্দনিক ও সূক্ষ্ম শিল্প হিসেবে স্বীকৃত। ভৌগােলিক ও রাজনৈতিক পরিকাঠামাে বিবেচনাপূর্বক ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ও বাংলাদেশের সাহিত্য চর্চার যে ধারা বর্তমানে সচল সেটা একাডেমিক-ননএকাডেমিক ও ক্রিয়েটিভ তিন ক্ষেত্রেই সুপ্রতিষ্ঠিত। এ বিষয়ে তর্ক-বিতর্ক জারি থাকলেও ভাষাভিত্তিক রাষ্ট্র ও বাংলা ভাষার চর্চার কেন্দ্র বাংলাদেশ। বাংলাদেশের কবিতার একটি সুস্পষ্ট ধারণা দেশভাগের পরপরই নির্দেশিত | হয়ে যায়। ভাষা-আন্দোলনের সফলতা সেটিকে নির্দেশ করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে- মুক্তিযুদ্ধের সফলতা নির্ণয় করে দেয় বাংলাদেশ ও বাংলা ভাষার কেন্দ্রভূমি। এ গ্রন্থে পঞ্চপাণ্ডব, আহসান হাবীব, শহীদ কাদরী, রফিক আজাদ, আবুল হাসান ও সিকদার আমিনুল হকের কবিতা বিশ্লেষণে সানজিদা হক মিশু নির্মাণ করেছেন বাংলাদেশের কবিতার পাঠকৃতির প্রথম ভাগটি নিঃসন্দেহে এটি একটি সুখপাঠ্য গবেষণা এবং সমান্তরালে গ্রন্থটির পরবর্তী ধাপটিকেও অত্যাবশকীয় করে তুলেছে- গবেষক নিশ্চয় সেটি সচল রাখবেন এবং পরবর্তী ভাগটির সমন্বয় রূপ বাংলাদেশের কবিতার পাঠকৃতির একটু সূচক নির্দেশিত হবে। বাংলাদেশের কবিতার পাঠকৃতি বইটি নিবিষ্ট গবেষক ও সমালােচক দ্বারা সমাদৃত হয়ে উঠুক।