সুন্দরবনের কোল ঘেঁষে প্রত্যন্ত এক গ্রামের নাম আংটিহারা। ধর্মবর্ণনির্বিশেষে গ্রামের অধিবাসীরা যুগ যুগ ধরে পুজো দেয় বনের দেবী বনবিবিকে। তাদের বিশ্বাস এই দেবীই তাদের রক্ষা করে মানুষখেকো বাঘরূপী দক্ষিণ রায়ের হাত থেকে। সাব্বিরসহ তিন যুবক আ্যডভেঞ্চারের নেশায় ঢুকে পড়ে সুন্দরবনে। শ্বাপদসংকুল গভীর বনে মাওয়ালিদের সাথে পদ্মমধু সংগ্রহকালে একসময় হারিয়েও যায় তারা। জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হতে থাকে। ভয়ংকর সুন্দর সুন্দরবনের আরেক ভয়ংকর রূপও প্রকট হয়। এদিকে রূপকথা, ফারিয়া দুজনেই অধীর অপেক্ষায় থাকে সাব্বিরের। মনে তাদের রঙিন ফানুস ওড়ে সাব্বিরকে ভালােবেসে। মানুষখেকো একটি বাঘের আক্রমণে মারা পড়তে থাকে একের পর এক নিস্পাপ প্রাণ। হুমকির মুখে পড়ে প্রান্তিক মানুষগুলাের জীবন-জীবিকা। দক্ষ শিকারি জাভেদ আনােয়ার কি বন্ধ করতে পারবে মৃত্যুর এই মিছিল ? নাকি নিজেই হয়ে যাবে মানুষখেকো বাঘটির শিকার ? ম্যানগ্রোভ বনের প্রতিকূলতা, মানুষখেকো বাঘ, বনদস্যু কাল হয়ে দাঁড়ায় ছেলেগুলাের জীবিত ফিরে আসার। আদতে কি তারা ফিরতে পারবে চেনা-পরিচিত জীবনে ? এবার কি সত্যি সত্যিই বনবিবি তাদের সাহায্যে এগিয়ে আসবে ? যদি কপালগুণে জীবিত ফিরতেও পারে তাহলে কার মনে নােঙর ফেলবে সাব্বির ? রূপকথা না ফারিয়ার ? কাহিনি এগিয়েছে আঁকাবাঁকা চিত্রে, ঠিক যেন সুন্দরবনে জালের মতাে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী আর খালের গতিপথের মতাে।
জন্ম ৩ জানুয়ারি ১৯৮১, চৌদ্দগ্রাম, কুমিল্লায়। বাবা মুক্তিযোদ্ধা মরহুম মো. বজলুর রহমান, মাতা হোসনা রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ; মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এমএস ও বিএসসি (অনার্স)। বর্তমানে উপকমিশনার হিসেবে কর্মরত আছেন বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে। বইমেলা ২০২০-এ প্রকাশিত গল্পগ্রন্থ ‘গুনিন’ (আফসার ব্রাদার্স) পাঠকপ্রিয়তা পেয়েছিল। প্রকাশিত প্রথম উপন্যাস আংটিহারা (অন্যপ্রকাশ), বইমেলা ২০২১।