“প্রস্থান" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ সুহৃদ, সৌখিন এবং আলয়কে নিয়ে এ কাহিনীর সুত্রপাত হলেও। মাঝে দেখা মেলে বেশ কিছু চরিত্রের। যাদের হাসি, কান্না, ভালােবাসা, উত্থান-পতন, প্রতারণা, বাস্তবতা, সুখ, দুঃখ এবং পারিবারিক বন্ধনসহ সকলের আস্থার নানাবিধ জায়গা ফুটে ওঠে। এই উপন্যাসে। সৌখিন, যে বাড়ন্ত বয়সে জড়িয়ে পড়ে সুহৃদের মােহ মায়ায়। তবে জীবন প্রত্যাশিত নয়। অপ্রত্যাশিতভাবে হলেও তার জীবনে। আগমন ঘটে আলয়ের। বদলে যায় জীবনের মােড়। জড়িয়ে যায়। সংসার নামক নতুন এক বন্ধনে। তবে স্বামী আলয়তে যেন বিলীন। হতে গিয়েও বারবার ব্যর্থতার খাতায় নাম লেখায় সে। বুকভরা। আশা নিয়ে সে বারবার খুঁজে ফেরে তার হৃদয়ের অতি কাছের মানুষটিকে। প্রত্যহ ঘটা প্রতিটি কার্যকলাপে সে ক্ষণেক্ষণে খুঁজে। বেড়ায় তার সুহৃদকে। একপর্যায়ে সিদ্ধান্ত নেয় নিয়ম গড়ার সকল । গল্প টপকেই ফিরে যাবে সে। সূচনা করবে নিয়ম ভাঙার নতুন। এক গল্প, নতুন এক জীবন.. যে জীবনে থাকবে না কোনাে। হতাশা, না পাওয়ার বেদনা। তবে জীবন যে কখনােই প্রত্যাশিত। নয়! তাই উড়াে এক ঝড়াে হাওয়ায় আবারও বদলের খাতায়। নাম লেখায় সে। ঘন কালাে এক মেঘ তার স্বপ্নের পাহাড়কে ঢেকে দিলেও নতুন দিনের সূর্যদয়ের মতােই নতুন উদ্যমে জীবন। শুরু করার সাহস জোগায়। তারই মাঝে বেড়ে ওঠা এক ছােট্ট প্রাণ। তবে এর মাঝেই আবারও এক কঠিন সত্য এসে দাঁড়ায়। তার দোরগােড়ায়। দ্বিতীয় বিয়ে? স্বামীর দ্বিতীয় বিয়ে? শুরু হয়। তার জীবনে নানান জটিলতা। প্রতারণার সকল বাধা সামলে উঠে আবারও কি ঘুরে দাঁড়াতে পারে সৌখিন? নাকি আস্থার ভাঙনের। সুরে ফাটল ধরে তার প্রাণ ভােমরায়...?