লেখকের কিছু কথা: ‘তুমি কেমন আছ?’ অদ্ভুত একটা শিরােনাম তাই না? এমন প্রশ্ন সাধারণত আমরা করে থাকি যাদের মনের অবস্থা আমরা জানতে চাই, তাদের শারীরিক সুস্থতা নিয়ে সম্পর্কে আমাদের চিন্তা হয়। আচ্ছা ভেবে বলুন ত, এমন প্রশ্ন আমরা কাদের করি? যাদের সাথে কদাচিত দেখা হয়, নিয়মিত সামাজিকতা, সাধারণ ভদ্রতা। বা হয়ত প্রিয় কোন মানুষ যার সাথে হঠাৎ দেখা হয় এমন কিছু মানুষই আমাদের এ প্রশ্নের সম্ভসম্মুখীন হন। শিক্ষায় শিক্ষিত সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই আমরা, জীবনের ব্যাস্ত লহরে ঘুরে তাকিয়ে কখনাে কী নিজের জীবন সঙ্গীকে এই প্রশ্ন করেছি? জানতে চেয়েছি আমার সাথে দীর্ঘ এই পথচলায় সে আসলে কেমন আছে? তার খুশি, তার হাসি, তার কান্না কতটা চোখে পড়ছে আমার? পড়েছেও কি কখনাে? , আমরা সাধারণত তাকে এই প্রশ্ন করি না, তার পেছনের কারণটা একটা আত্মবিশ্বাস। তবে এই অতি আত্মবিশ্বাসের কারণেও কখনাে সম্পর্কে ধরে ভাঙন। আমরা জানিও না নিজেদের বেশি প্রাধান্য দিতে গিয়ে প্রিয়জনের চোখের তারায় হারিয়ে ফেলি নিজেরই ছায়া। একচুল দূরত্বে থাকা মানুষটা কখন গড়ে তােলে বিশাল এক অভিমানের পাহাড়। সামাজিক বন্ধনটা নিজের অজান্তে হয়ে যায় শৃঙ্খল।