রোমান্টিকতা আর প্রকৃতির কবি শাহনাজ পারভীনের প্রথম কাব্যগ্রন্থ "অনুপ্রেরণায় তুমি"। রোমান্টিকতা তাঁর কবিতায় উজ্জ্বল আলো ছড়ালেও বিষাদের পরতে পরতে অন্তসলিলার মতো প্রবাহমান। কবি জন্মগতভাবে ভাওয়ালের গড় খ্যাত নৈসর্গিক বনভূমির কালিয়াকৈর অংশের সবুজ জনপদে বেড়ে উঠেছেন। এই কারণে প্রেম, প্রকৃতি, সাগর, পাহাড় যাপিত জীবনের চাওয়া-পাওয়া সর্বোপরি না পাওয়ার বেদনা তাঁর কবিতাকে অনন্য প্রাঞ্জলতায় ভর করেছে। কবিতার সাথে কবি'র সখ্যতা বহুদিনের। লিখতে লিখতে তিনি বহু পথ অতিক্রম করেছেন দক্ষ সারেং এর মত। ভেসে চলেছেন বিরামহীনভাবে অজানা সমুদ্রে। আশা একদিন পৌঁছে যাবেন কাঙ্খিত সোনালি বন্দরে। হয়তো কবি কলমে নবীন, তারপরও বেশ ঋদ্ধ তার কবিতার বানী। উপমা, উৎপ্রেক্ষা, তুলনা ও রূপক তাঁর কবিতায় হাঁটি হাঁটি পা পা করে আধুনিক কবিতার রাজপথে আশাব্যাজকভাবে অগ্রসরমান। কবি প্রতিনিয়ত নিজেকে উত্রে যাচ্ছেন তার প্রতিটি কবিতায়। এইভাবে এগুলে কবি আরো বহুদূর যাবেন বলে মনে হয়। একদিন হয়তো তাঁকে কাব্যলক্ষ্মী তার মায়াবি আঁচল বিছিয়ে দেবে আর কবি পৌঁছে যাবেন তার কাঙ্ক্ষিত লক্ষে। কবি গদ্য ছন্দে লিখতে ভালোবাসেন। তার কবিতার পা থেকে মাথা পর্যন্ত দ্বীধাহীনভাবে নিঃসংকোচে খুঁজে ফিরেছেন কবিতার দেবতাকে, মিটাতে চেয়েছেন তার প্রণয় আকাঙ্ক্ষা। কবি'র এই প্রথম কাব্যগ্রন্থে অণুপ্রেরণার সেই উৎসকে মন্থন করে সৃষ্টি করেছেন 'তুমি-আমি'র' এক অনবদ্য অমরাবতি। অমর একুশে বইমেলা ২০২১ এ কবির "অনুপ্রেরনায় তুমি" পাঠক হৃদয় জয় করবে আমার বিশ্বাস। মাহবুব খান কবি, ঔপন্যাসিক প্রতিসঠাতা মহাসচিব অনুশীলন সাহিত্য পরিষদ। ঢাকা।
শাহনাজ পারভিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ (সম্মান), এমএ এবং পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর স্থায়ী বাসিন্দা। শাহনাজ উপজেলা সদরের স্থায়ী বাসিন্দা। পারভিনের গবেষণার ক্ষেত্র প্রধানত নারী ও মুক্তিযুদ্ধ হলেও তিনি আঞ্চলিক ইতিহাস নিয়েও গবেষণা ও লেখালেখি করেন। ইতোমধ্যে তাঁর সাতটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে ।