বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া 'বিষ পেয়ালা' একটি গোয়েন্দা উপন্যাস। নাঈমা নামের একটি মহিলা, শুভ নামের একটি পিজা ডেলিভারী ম্যানকে খুন করে। রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে থানার ওসিকে ফোন করে খুনের লোকেশান জানিয়ে দেয় কিন্তু পরবর্তীতে ওই নম্বরটি আর কখনো খোলা পাওয়া যায়নি। একটা কল থেকে পুলিশ এই খুনের রহস্য উদ্ধার করে। আমরা সবসময় গোয়েন্দা সিরিজে বা সিনেমায় খুন হওয়া এবং উদ্ধার করার রহস্য জানতে পারি। কখনোই জানতে পারি না, একটি খুন বা অপরাধের রহস্য যারা উদ্ঘাটন করেন, তারা কতোটা প্রবলেমের মধ্য দিয়ে নিজের দায়িত্ব পালন করেন। তারা পদে পদে প্রবলেম ফেস করে আমাদের জনজীবনে শান্তি প্রতিষ্ঠা করেন। 'বিষ পেয়ালা' উপন্যাসে বর্ণনা করা হয়েছে, আমাদের যাপিত জীবনে ঘটে যাওয়া আটপৌরে ঘটনা। যেখানে রয়েছে স্বামী-স্ত্রীর দুরত্ব, পরকীয়া, অভিমান এবং খুন আবার খুনের রহস্য উদঘাটন। একজন দায়িত্বশীল পুলিশ অফিসার খুনের রহস্য উদ্ধার করতে গিয়ে নিজের সংসার ভাঙার মুখোমুখি হয়। অফিসে উচ্চপদস্থ কর্মমর্তার রেষানলে পড়ে মানসিক বিড়ম্বনার শিকার হতে হয়। মুলত ঘটনার পিছনের ঘটনাই 'বিষ পেয়ালা' উপন্যাসের বিষয়বস্তু। আশা করি পাঠক 'বিষ পেয়ালা' উপন্যাস থেকে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন।