উপন্যাসটি রচিত হয়েছে মূলত জোহান নামে একজন খ্রিস্টান সন্তের জীবন কাহিনি অবলম্বনে। চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করা জোহান ব্যক্তিগত জীবনের টানাপড়েনে সন্ন্যাসব্রত গ্রহণ করেন। ঘুরে বেড়ান দেশ থেকে দেশান্তরে। একাত্তর পরবর্তী বাংলাদেশের টালমাটাল অবস্থায় জোহান চলে আসেন এদেশে। যুদ্ধবিধ্বস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। একসময় ভাঁটি অঞ্চলের একটি গ্রাম বাহাদুরপুরে এসে গ্রামের হতদরিদ্র দুর্ভাগা মানুষদের ভালোবেসে স্থায়ীভাবে থেকে যান এদেশে। প্রতিষ্ঠা করেন হাসপাতাল। কুসংস্কারাচ্ছন্ন বাহাদুরপুরের মানুষকে সুসভ্য জীবনের স্বপ্ন দেখান; কিন্তু বাধ সাধে গ্রামের স্বার্থান্ধ ধুরন্ধর লোকমান। লোকমান পেশায় গ্রাম্য চিকিৎসক। সে নানা ভাবে জোহানের কাজে বাধা সৃষ্টি করে। জোহান সব বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যান। এক অসভ্য আদিম সমাজে সভ্যতার ভিত রচনা করেন। উপন্যাসটিতে ট্র্যাজিক রসে জোহানের সহজ সরল সাদামাটা জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হলেও জোহানের কুসংস্কারাচ্ছন্নতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও আধুনিক সুসভ্য জীবন গড়ার প্রতিশ্রুতি উপন্যাসটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এক কথায় বলতে গেলে উপন্যাসটিতে সাধু জোহানের আত্মত্যাগের যে মহিমা অঙ্কিত হয়েছে, তা যুগ যুগ ধরে মানুষের মনে অনুপ্রেরণা হয়ে থাকবে। উপন্যাসটি রচিত হয়েছে মূলত জোহান নামে একজন খ্রিস্টান সন্তের জীবন কাহিনি অবলম্বনে। চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করা জোহান ব্যক্তিগত জীবনের টানাপড়েনে সন্ন্যাসব্রত গ্রহণ করেন। ঘুরে বেড়ান দেশ থেকে দেশান্তরে। একাত্তর পরবর্তী বাংলাদেশের টালমাটাল অবস্থায় জোহান চলে আসেন এদেশে। যুদ্ধবিধ্বস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। একসময় ভাঁটি অঞ্চলের একটি গ্রাম বাহাদুরপুরে এসে গ্রামের হতদরিদ্র দুর্ভাগা মানুষদের ভালোবেসে স্থায়ীভাবে থেকে যান এদেশে। প্রতিষ্ঠা করেন হাসপাতাল। কুসংস্কারাচ্ছন্ন বাহাদুরপুরের মানুষকে সুসভ্য জীবনের স্বপ্ন দেখান; কিন্তু বাধ সাধে গ্রামের স্বার্থান্ধ ধুরন্ধর লোকমান। লোকমান পেশায় গ্রাম্য চিকিৎসক। সে নানা ভাবে জোহানের কাজে বাধা সৃষ্টি করে। জোহান সব বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যান। এক অসভ্য আদিম সমাজে সভ্যতার ভিত রচনা করেন। উপন্যাসটিতে ট্র্যাজিক রসে জোহানের সহজ সরল সাদামাটা জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হলেও জোহানের কুসংস্কারাচ্ছন্নতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও আধুনিক সুসভ্য জীবন গড়ার প্রতিশ্রুতি উপন্যাসটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এক কথায় বলতে গেলে উপন্যাসটিতে সাধু জোহানের আত্মত্যাগের যে মহিমা অঙ্কিত হয়েছে, তা যুগ যুগ ধরে মানুষের মনে অনুপ্রেরণা হয়ে থাকবে।