“ডাবল ডেকার” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা : এক যুগলের গল্প । প্রেমপর্বে দোতলা বাসের একেবারে সামনের সিটে গিয়ে বসত। বাস সারা শহর ঘুরে বেড়াত, আর তারা গল্প-কথায় উড়ে বেড়াত...। এ দেশে প্রেম করার জায়গা নেই, কোথাও প্রশ্রয় নেই, প্রতিরােধ ঠিকই আছে। দোতলা বাসই ছিল তাদের ডেটিং প্লেস। লােকাল বাস এক অন্য ভুবন। কোনাে হকার বা একজন যাত্রী যখন ওঠে, বদলে যায় পরিবেশ। একেকজন মানুষের কথার ধরন আলাদা, আচরণ অন্য রকম, গন্ধ ভিন্ন...। আবার প্রতিটি স্টেশনও আলাদা রকম। কোনাে স্টপেজে হয়তাে বাজারের কোলাহল, মাছ-সবজির ঘেমাে গন্ধ। পরের স্টপেজেই হয়তাে সবুজ বৃক্ষলতা। পলাশ ফুটেছে শিমুল ফুটেছে, পাখিদের কুহুতান...। আবার বছর কুড়ি পরে তাদের মনে হলাে- গেছে যে । দিন একেবারেই তাে যায়নি...! তারা আবার চড়ে বসল ডাবল ডেকারের একেবারে সামনের বাঁদিকের সিটে, যেমন তারা আগে বসত। যেদিন গেছে সেদিন যদি ফিরে পাওয়া যায়! চেনা গল্প। ছােট্ট কাহিনি। এ গল্পের কোনাে কিছুই অচেনা নয়- না মানুষ, না স্থান। তবু তাকানাে আর দেখার মধ্যে যে ফারাক, তা স্পষ্ট লেখকের জীবনবােধ ও গভীর পর্যবেক্ষণে। আপনিও যাত্রী হতে চান ডাবল। ডেকারের? তাহলে উঠে পড়ুন। যাত্রা শুভ ও আনন্দময় হােক...।