"দীপ্ত কৈশোর" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ জীবনের রহস্যময় অধ্যায়ের নাম ‘কৈশাের’। অজস্র প্রশ্ন এসে এ সময় ভিড় করে মাথায়, যার উত্তর কখনাে জানা, কখনাে অজানা। এক অদ্ভুত ঘােরের ভেতর দিয়ে প্রবাহিত হতে শুরু করে হঠাৎ বদলে যাওয়া জীবন। শৈশবের প্রশ্নহীন সারল্য, সবার অসীম প্রশ্রয় আর অপার স্নেহের ধারায় বয়ে চলা জীবন এসে ধাক্কা খায় বাস্তবতার গায়ে। এটা কী, ওটা কেন হয়, সেটার কারণ কী- এমনি অসংখ্য প্রশ্নে বিভাের কিশাের-কিশােরীর সামনে কেউই খুলতে চায় না উত্তরের জানালা। বরং তার বিপরীতে সারাক্ষণ শুনতে হয়, এখন তুমি বড় হয়েছ, এটা করাে না, ওটা ধরাে না, ও কথা বলতে নেই, ওভাবে চলতে নেই’ ইত্যাদি। কিন্তু কেন এতসব বিধি-নিষেধ, সে কথা কেউ বলে না। অথচ প্রশ্নগুলাের উত্তর যে জানা চাই-ই চাই। কিশাের মনের এমনই সব প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এসেছে। এক স্বর্ণকিশােরী দীপ্তি চৌধুরী। মেধা ও বুদ্ধিতে স্বর্ণকিশােরীর খেতাবপ্রাপ্ত দীপ্তি তার নিজ জীবনের অভিজ্ঞতায় প্রশ্নগুলাের উত্তর খুঁজেছেন, জানাতে চেয়েছেন সমবয়সি সকলকে। দীপ্ত কৈশাের’ বইটিতে যে বিষয়গুলাের অবতারণা তিনি করেছেন, তা যে কিশাের-কিশােরীদের জন্য বিশেষ প্রয়ােজনীয়, সে কথা নিঃসন্দেহে বলা যায়। এই বয়সিরা এ সময় কীভাবে জীবনকে দেখছে, দেখতে চায়; তার বিবরণ ও বিন্যাসে ঋদ্ধ হয়েছে বইটি। তার এ উদ্যোগ প্রশংসনীয়। ‘দীপ্ত কৈশাের’ দিয়ে দীপ্তির বই প্রকাশের শুরু। কৈশােরেই বই প্রকাশের এ দুরন্ত সাহস দেখানােয় অশেষ অভিনন্দন দীপ্তিকে। আপন প্রতিভায় তিনি বহুদূর এগিয়ে যাবেন- এটা স্বাভাবিক প্রত্যাশা। বইটির বহুল প্রচার হােক- সে শুভকামনা নিরন্তর। রাম চন্দ্র দাস কবি, কথাসাহিত্যিক, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী মহাপরিচালক (গ্রেড-১) মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়
দীপ্তি চৌধুরী বাংলাদেশের এক মেধাবী তরুণীর নাম। ২০১৬ সালে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে দেশব্যাপী কিশোর-কিশোরীদের জন্য কাজ শুরু করেন। এরপর আর ঘুরে তাকাননি। নির্বাচিত হয়েছেন বছরের সেরা স্বর্ণকিশোরী। রোহিঙ্গা কিশোরীদের সাথে কাজ করা থেকে শুরু করে সুইজারল্যান্ডের জেনেভায় পুষ্টি সমাবেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা- সব জায়গায় দেখাচ্ছেন সমান দক্ষতা। জাতিসংঘ ফুড সিস্টেম সামিট ২০২১-এ তরুণ প্রতিনিধি হয়ে কাজ করেছেন। বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন খাদ্যব্যবস্থা বিষয়ক গ্লোবাল ক্যাম্পেইন Act4Food Act4 Change-কে। বাংলাদেশের কিশোর- কিশোরীদের কাছে ভরসা আর সাহসের নাম 'দীপ্তি চৌধুরী'। স্বপ্ন দেখেন বাল্যবিয়েমুক্ত, পুষ্টি স্বনির্ভর, সুস্থ ও নিরাপদ কৈশোরের বাংলাদেশ। ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক, উপস্থাপনায় অসাধারণ পারদর্শিতার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরপর দুইবার নির্বাচিত হয়েছেন জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী: বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অর্জন করেছেন নানা পুরস্কার। ছোটবেলা থেকেই শুধু একা নয়, সকলকে নিয়ে ভালো থাকতে ভালোবাসেন এই উজ্জ্বল তরুণী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দীপ্তি চৌধুরী । মা দিপালী চৌধুরী, বাবা শিবলী চৌধুরী ও বোন দিশারী চৌধুরীকে নিয়ে ছোট্ট পরিবারে বেড়ে ওঠা তার। তিনি হলিক্রস কলেজ থেকে ২০২১ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ২০২১ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত কিশোর বয়সীদের নিয়ে তার লেখা উদ্দীপনাময় ও দিক-নির্দেশনামূলক বই 'দীপ্ত কৈশোর' চারদিকে হইচই ফেলে দেয়। এরই মধ্যে বইটি দেশব্যাপী বেস্টসেলার বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে।