স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও আমার জীবন: অসামান্য জীবন দলিল এক বালিকার উপাখ্যান। মুক্তিযুদ্ধের প্রবল সংগ্রামী দিনের চালচিত্র। সুবর্ণ সময়ের অভূতপূর্ব বিস্ফোরিত ক্ষণ। বারুদ আগুনের দিন। নিধন আর নির্যাতনের দিন। প্রতিরোধ আর প্রতিশোধের দিন। একটি পরিবার। অনেকগুলি মানুষ। একটি দেশ। প্রতিরোধী জনতা। জান্তব আগ্রাসনের মুখোমুখি দীপ্তপ্রভ প্রত্যয়। একটি জাতির উত্থান। বীরের রক্তস্রোত। মাতার অশ্রুধারা। স্বজন হারানো, সম্বল হারানো একটি পরিবার। আত্মপ্রভ, মানবব্রতী পরিবার। সদস্য মানুষগুলো তবুও মাটিলগ্ন। চৈতন্যে মুক্তিযুদ্ধ, স্বদেশ, মানুষ। সেই বালিকার বেড়ে ওঠা। ক্রমপর্যায়ে বিকশিত হওয়া। মানুষের সান্নিধ্যে স্মিত। ঘাত অভিঘাত, সংকট-সম্ভাবনা, প্রীতি-স্নেহ মমতার বারিধারা। অন্তরে প্রবহমান সুমিত ফল্গু। কল্যাণব্রতী মনন। আশাবাদী চৈতন্য। সব প্রতিকূলতার মুখে অবিচল। পথ নির্বিঘ্ন নয়। নিষ্কন্টক নয়। তবু আশাবাদ। তবু অগ্রাভিযান। প্রতিকূলতা অজেয় নয়। মানবজীবন পরাভবের নয়। অনেক স্মৃতির জীবন। অনেক না পাওয়ার জীবন। অনেক পাওয়ারও জীবন। অনেক কিছু হারিয়েও জীবন চলন। ভেতরে কষ্টের সমুদ্র। বাইরে হাসির ঝর্ণাধারা। নিজের প্রাণোচ্ছ্বলতা, অন্যকে আনন্দময় রাখা। স্তরান্তরে জীবন উত্তরণ। ‘স্মৃতিতে মুক্তিযুদ্ধ ও আমার জীবন’ একটি স্বাধীন দেশের উত্থান ও একটি জীবনের ক্রম উত্তরণ। নিবিষ্ট পাঠক নিজেকেই আবিষ্কার করবেন। নিজের স্বজনকে আবিষ্কার করবেন। নিজের পরিপার্শ্বকে আবিষ্কার করবেন। উন্মোচিত হবে বিভিন্ন সময়কালের বাস্তবতা। দেশ, সময়, সমকাল ও আনুষঙ্গিকের বিশ্বস্ত উপস্থাপন। প্রাসঙ্গিকভাবেই এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র রাজনীতি, সামাজিক বিবর্তন, মানবীয় ঔদার্য ও কূপমন্ডূকতা, স্নেহ-প্রীতির নির্ঝর, করোনা সংকট, প্রকৃতির অকৃপণ সম্ভার, জীবন অন্বিষ্ট অনেক বিষয়ই। গ্রন্থটির প্রারম্ভ মুক্তিযুদ্ধকালীন বাস্তবতা দিয়ে। নিজ এবং পরিবারের সংশ্লেষ ও পারিপার্শ্বিক দিয়ে। ক্রমে বিস্তৃত হয়ে সামগ্রিকতায়। নিজের জীবনের বলা না বলা কথা। আর্তনাদ ও আনন্দের নিভৃত কথন। গ্রন্থটিতে বন্ধুরা এসেছেন, স্বজনেরা এসেছেন, শিক্ষকেরা এসেছেন নিজস্ব স্বাতন্ত্র্য এবং বৈশিষ্ট্য নিয়ে। বাহুল্য নেই। অতিকথন নেই। জীবন চলার পথে বিচিত্রতর মানুষের সান্নিধ্য; সরল স্নিগ্ধতায় তুলে ধরেছেন তাদের। একজন দরিদ্র আদিবাসী থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সম গুরুত্ব ও মর্যাদায় স্ব স্ব স্থান পেয়েছে। গ্রন্থের কলেবর হ্রস্ব নয়। তবু মনযোগী পাঠপ্রেমী পাঠক একটানে পড়বেন। গ্রন্থের পরতে পরতে নিজেকে খুঁজবেন। নিজ স্বদেশ, স্বভূম ও স্বজনকে দেখবেন। মুক্তিযুদ্ধ ও সমাজ বিবর্তনে আগ্রহীরা গবেষণার উপকরণ পাবেন। আমি আশাবাদী। প্রবলভাবে আশাবাদী, গ্রন্থটি আদৃত হবে। পাঠকপ্রিয় হবে। ড. সাঈফ ফাতেউর রহমান শিক্ষা ব্যবস্থাপক, কবি, গবেষক