কবি ফকির মহব্বত শাহ'র উপন্যাস “শুকতারার গ্রহন" রোমান্টিক ভালোবাসার কাহিনী। প্রেম এখানে তীব্র, নিয়ন্ত্রনহীন, দেহজ। মরিয়মের পুত্র কামনা ও শুকতারার নিচে মাঝির নৌকায় সন্তানের জন্ম ভাবা হয় শুকতারার প্রভাবে নায়ক রুস্তমের জীবন তীব্র, অদম্য, অস্থির, বেগবান ও অস্থিতিশীল হয় নিয়তি ও কর্মফল জটিল রঙ্গমঞ্চে স্রোতধারা হয়ে গড়িয়ে চলে নায়কের উদ্দাম প্রেম, কাম, লোভ, ধ্বংস, পতন ডেকে আনে। বারবার প্রেমের কাছে কামের কাছে ভাগ্যচক্রে হেরে হেরে শেষে সংসার ত্যাগ করে নিজেই ধ্রুবতারা হয়ে দাঁড়ায় গ্রামজীবন, চরদখল, অসমপ্রেম, ডাকাতি, পরকিয়ার বর্ণনায় ভাষা বর্ণিল অপরূপ হয়ে ঝলসে উঠে। গ্রামীণ পটভূমিতে বাংলার জনজীবন এ উপন্যাসে ফুটে ওঠে লোকজ দর্শন, সংস্কৃতি, সংস্কার, বিশ্বাস, জ্যোতিষ, রাশিচক্র, জাদু, টোনা, মাজার, নিয়তিবাদ প্রকাশে উপন্যাসটি অভিনব বাস্তবতায় অলংকৃত হয়েছে লেখক লোক গবেষণা থেকে লোকবাস্তবতা, যাদুবাস্তবতার এক সচেতন প্রয়াস ঘটিয়েছেন। আঞ্চলিক ও প্রান্তিক শব্দ, মৃত ও বিবর্ণ শব্দ নিয়ে খেলেছেন। দেশজ প্রকাশ, প্রবাদ প্রবচন, প্রথা ও ব্যায়াকরণ বদলে দিতে চান। লেখক কলোনিয়াল মানসিকতা থেকে উত্তীর্ণ হয়ে নিখুঁত দেশজ প্রেম উপন্যাস রচনা করেছেন। মহাকাল তার শ্রমের উপযুক্ত মূল্য দিবে। উপন্যাসটির বহুল প্রচার কামনা করছি। চঞ্চল আক্তার সম্পাদক, গতি প্রকাশনী